ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজবাড়ীতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটের গুরুত্ব সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে ‘ভোটের গাড়ি’ শীর্ষক বিশেষ প্রচারণামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তার বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও সুসংহত ও শক্তিশালী করতে গণভোট ও ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই। সচেতন নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে শামিল হতে হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই প্রচারণায় অংশ নেন।

প্রচারণা কার্যক্রমের উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার স্থানীয় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এরপর তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করেন। মূলত আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ প্রচারণার আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অনীহা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

রাজবাড়ীতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটের গুরুত্ব সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে ‘ভোটের গাড়ি’ শীর্ষক বিশেষ প্রচারণামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তার বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও সুসংহত ও শক্তিশালী করতে গণভোট ও ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই। সচেতন নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে শামিল হতে হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই প্রচারণায় অংশ নেন।

প্রচারণা কার্যক্রমের উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার স্থানীয় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এরপর তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করেন। মূলত আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ প্রচারণার আয়োজন করা হয়েছে।