বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছিলেন, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সোমবার এক ফেসবুক পোস্টে আজাদ মজুমদার স্পষ্ট করেছেন যে, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যে যোগাযোগের কথা উল্লেখ করেছিলেন, সেটি মূলত ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সম্ভাব্য হুমকি পর্যালোচনার জন্য আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট ছিল।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশের ক্রিকেট দলের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছিল, এটি আইসিসির পক্ষ থেকে পাঠানো তার কোনো সরাসরি জবাব ছিল না। উপ-প্রেসসচিবের এই ব্যাখ্যা ক্রীড়া উপদেষ্টার পূর্বের বক্তব্যের ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে।
রিপোর্টারের নাম 






















