ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সঙ্গীত জগতে ‘চিরকুট’-এর জয়রথ অব্যাহত: শ্রেষ্ঠ ব্যান্ডের সম্মাননা লাভ

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ তাদের দুই দশকেরও বেশি সময়ের সঙ্গীত জীবনে আবারও শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তারা তৃতীয়বারের মতো ‘শ্রেষ্ঠ ব্যান্ড’ হিসেবে সম্মাননা লাভ করে। নতুন গান ও নিয়মিত কনসার্টের মাধ্যমে দলটি তাদের ২৪ বছর পূর্তি উদযাপন করছে।

‘চিরকুট’ সূত্রে জানা গেছে, গত বছর প্রকাশিত তাদের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে। ব্যান্ডের প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি দলের সকল সদস্যকে নিয়ে মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সুমি বলেন, “২০২৫ সালে প্রকাশিত ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মাননা পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের ২৪ বছরের সঙ্গীত যাত্রায় এই অর্জন আমাদের প্রত্যেক সদস্যকে আরও নতুন গান সৃষ্টিতে অনুপ্রাণিত করবে।”

ব্যান্ডের দুই দশকের পথচলা প্রসঙ্গে তিনি বলেন, “চিরকুট সব সময় নতুন কথা ও সুরের সন্ধানে থেকেছে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় আমাদের সদস্যদের পাশে থেকেছি এবং সঙ্গীত জগতে নতুনত্বের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। এর ফলে অনেক সঙ্গীত প্রতিভার জন্ম হয়েছে আমাদের মাধ্যমে। মানুষের আনন্দ-দুঃখ, সংগ্রামের সময়ে আমাদের গান যখনই বেজেছে, আমরা অনুপ্রাণিত হয়েছি। বিদেশের মাটিতে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সাথে বাংলা গান গেয়েছি, তখন দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের চোখ ভিজে উঠেছে। আমরা সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থাকতে চাই।”

দলটি আরও জানিয়েছে, নতুন বছরে তারা তাদের পঞ্চম অ্যালবাম নিয়ে কাজ করছে এবং দেশ ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করবে। আগামী বছর ‘চিরকুট’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ‘চিরকুট’-এর সদস্যবৃন্দ হলেন: শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রোডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত (ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) এবং ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

সঙ্গীত জগতে ‘চিরকুট’-এর জয়রথ অব্যাহত: শ্রেষ্ঠ ব্যান্ডের সম্মাননা লাভ

আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ তাদের দুই দশকেরও বেশি সময়ের সঙ্গীত জীবনে আবারও শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তারা তৃতীয়বারের মতো ‘শ্রেষ্ঠ ব্যান্ড’ হিসেবে সম্মাননা লাভ করে। নতুন গান ও নিয়মিত কনসার্টের মাধ্যমে দলটি তাদের ২৪ বছর পূর্তি উদযাপন করছে।

‘চিরকুট’ সূত্রে জানা গেছে, গত বছর প্রকাশিত তাদের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে। ব্যান্ডের প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি দলের সকল সদস্যকে নিয়ে মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সুমি বলেন, “২০২৫ সালে প্রকাশিত ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মাননা পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের ২৪ বছরের সঙ্গীত যাত্রায় এই অর্জন আমাদের প্রত্যেক সদস্যকে আরও নতুন গান সৃষ্টিতে অনুপ্রাণিত করবে।”

ব্যান্ডের দুই দশকের পথচলা প্রসঙ্গে তিনি বলেন, “চিরকুট সব সময় নতুন কথা ও সুরের সন্ধানে থেকেছে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় আমাদের সদস্যদের পাশে থেকেছি এবং সঙ্গীত জগতে নতুনত্বের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। এর ফলে অনেক সঙ্গীত প্রতিভার জন্ম হয়েছে আমাদের মাধ্যমে। মানুষের আনন্দ-দুঃখ, সংগ্রামের সময়ে আমাদের গান যখনই বেজেছে, আমরা অনুপ্রাণিত হয়েছি। বিদেশের মাটিতে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সাথে বাংলা গান গেয়েছি, তখন দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের চোখ ভিজে উঠেছে। আমরা সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থাকতে চাই।”

দলটি আরও জানিয়েছে, নতুন বছরে তারা তাদের পঞ্চম অ্যালবাম নিয়ে কাজ করছে এবং দেশ ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করবে। আগামী বছর ‘চিরকুট’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ‘চিরকুট’-এর সদস্যবৃন্দ হলেন: শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রোডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত (ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) এবং ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।