ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দাগনভূঞায় অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যা করে বাহন ছিনতাই

ফেনীর দাগনভূঞায় এক অটোরিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাহনটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশের একটি নিচু জমি থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম সমীর কুমার দাস (২৮)। তিনি উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর ফাজিলের ঘাট এলাকার কার্তিক দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হন সমীর। এর কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। বিশেষ করে মাথা, মুখ ও বুকে গভীর ক্ষত রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা সমীরকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে যায়। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি, ভারপ্রাপ্ত ছিদ্দিকুর রহমান

দাগনভূঞায় অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যা করে বাহন ছিনতাই

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ফেনীর দাগনভূঞায় এক অটোরিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাহনটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশের একটি নিচু জমি থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম সমীর কুমার দাস (২৮)। তিনি উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর ফাজিলের ঘাট এলাকার কার্তিক দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হন সমীর। এর কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। বিশেষ করে মাথা, মুখ ও বুকে গভীর ক্ষত রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা সমীরকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে যায়। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।