ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. কামরুল হাসান টুটুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল পেশায় একজন মালবাহী ট্রলি চালক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল হাসান টুটুল শেরপুর সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের দলিল লেখক মো. শুরুজ্জামানের ছেলে। ব্যক্তিগত প্রয়োজনে রোববার তিনি শেরপুর থেকে ঢাকায় এসেছিলেন। সোমবার সকাল ৯টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর কায়েস মিয়া নামে এক পথচারী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, গতকালই তার ভাই বিশেষ কাজে ঢাকায় এসেছিলেন। সকালে দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন: নতুন কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের

আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. কামরুল হাসান টুটুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল পেশায় একজন মালবাহী ট্রলি চালক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল হাসান টুটুল শেরপুর সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের দলিল লেখক মো. শুরুজ্জামানের ছেলে। ব্যক্তিগত প্রয়োজনে রোববার তিনি শেরপুর থেকে ঢাকায় এসেছিলেন। সোমবার সকাল ৯টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর কায়েস মিয়া নামে এক পথচারী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, গতকালই তার ভাই বিশেষ কাজে ঢাকায় এসেছিলেন। সকালে দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।