ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

২০২৬ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণে উত্তরা ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তরা ব্যাংক পিএলসি-এর ‘বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স অ্যান্ড ফিউচার প্ল্যানিং ফর ২০২৬’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং ২০২৬ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারকরা অংশ নেন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম এবং খন্দকার আলী সামনুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সভায় ব্যাংকের বর্তমান কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহণকারী নির্বাহীরা ব্যাংকের সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার সীমান্তে নির্বিচার গুলিবর্ষণের প্রতিবাদে টেকনাফে জনতা সোচ্চার

২০২৬ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণে উত্তরা ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তরা ব্যাংক পিএলসি-এর ‘বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স অ্যান্ড ফিউচার প্ল্যানিং ফর ২০২৬’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং ২০২৬ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারকরা অংশ নেন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম এবং খন্দকার আলী সামনুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সভায় ব্যাংকের বর্তমান কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহণকারী নির্বাহীরা ব্যাংকের সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।