ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানীর গণসংযোগ ও কুশল বিনিময়

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সোমবার (১২ জানুয়ারি) প্রত্যুষে তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণ পাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকডাকা ভোরেই প্রচারণায় নামেন এস এম জিলানী। এসময় তিনি ফসলের মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গ্রামের সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা এবং জনদুর্ভোগের নানা বিষয় প্রার্থীর সামনে তুলে ধরেন।

গণসংযোগকালে এস এম জিলানী বলেন, “জনগণের সেবা করা এবং তাদের বিপদে-আপদে পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি যদি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট থাকব।”

কুশল বিনিময়কালে সাধারণ মানুষ এলাকার কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে তাদের সুনির্দিষ্ট মতামত ও অভাব-অভিযোগের কথা জানান। এস এম জিলানী অত্যন্ত ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর ও আন্তরিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানীর গণসংযোগ ও কুশল বিনিময়

আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সোমবার (১২ জানুয়ারি) প্রত্যুষে তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণ পাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকডাকা ভোরেই প্রচারণায় নামেন এস এম জিলানী। এসময় তিনি ফসলের মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গ্রামের সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা এবং জনদুর্ভোগের নানা বিষয় প্রার্থীর সামনে তুলে ধরেন।

গণসংযোগকালে এস এম জিলানী বলেন, “জনগণের সেবা করা এবং তাদের বিপদে-আপদে পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি যদি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট থাকব।”

কুশল বিনিময়কালে সাধারণ মানুষ এলাকার কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে তাদের সুনির্দিষ্ট মতামত ও অভাব-অভিযোগের কথা জানান। এস এম জিলানী অত্যন্ত ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর ও আন্তরিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।