ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইরানে বিক্ষোভ দমনে বলপ্রয়োগে গুতেরেসের উদ্বেগ, তেহরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান

ইরানে সরকারবিরোধী চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উদ্ভূত পরিস্থিতিতে ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং এতে অসংখ্য মানুষের হতাহতের খবরে মহাসচিব অত্যন্ত মর্মাহত। গুতেরেস গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষ যেন তাদের ন্যায়সংগত দাবি ও অভিযোগ তুলে ধরতে পারে, ইরান সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিক্ষোভের মুখে দেশটিতে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করতে ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়েও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। তিনি অবিলম্বে দেশটিতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার তাগিদ দেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানে টানা কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

গত ডিসেম্বরের শেষদিকে তেহরানের গ্র্যান্ড বাজারে স্থানীয় মুদ্রার রেকর্ড দরপতন ও চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তীতে এই আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, বিক্ষোভে এ পর্যন্ত কয়েকশ আন্দোলনকারী ও অর্ধশতাধিক নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১০ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান বা তথ্য নিশ্চিত করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভ্যন্তরীণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানে বিক্ষোভ দমনে বলপ্রয়োগে গুতেরেসের উদ্বেগ, তেহরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান

আপডেট সময় : ০২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইরানে সরকারবিরোধী চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উদ্ভূত পরিস্থিতিতে ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং এতে অসংখ্য মানুষের হতাহতের খবরে মহাসচিব অত্যন্ত মর্মাহত। গুতেরেস গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষ যেন তাদের ন্যায়সংগত দাবি ও অভিযোগ তুলে ধরতে পারে, ইরান সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিক্ষোভের মুখে দেশটিতে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করতে ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়েও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। তিনি অবিলম্বে দেশটিতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার তাগিদ দেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানে টানা কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

গত ডিসেম্বরের শেষদিকে তেহরানের গ্র্যান্ড বাজারে স্থানীয় মুদ্রার রেকর্ড দরপতন ও চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তীতে এই আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, বিক্ষোভে এ পর্যন্ত কয়েকশ আন্দোলনকারী ও অর্ধশতাধিক নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১০ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান বা তথ্য নিশ্চিত করা হয়নি।