ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেয়।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আলোচনা চলাকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন কীভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অভিমত ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে দেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, টেকসই এবং কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক কাঠামোর উন্নয়নে তাদের আগ্রহ ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ইইউ প্রতিনিধিদলের এই সফর এবং জামায়াত আমিরের সঙ্গে বৈঠকটি দেশের আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ৫ লাখ ৪৪ হাজারের বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেয়।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আলোচনা চলাকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন কীভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অভিমত ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে দেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, টেকসই এবং কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক কাঠামোর উন্নয়নে তাদের আগ্রহ ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ইইউ প্রতিনিধিদলের এই সফর এবং জামায়াত আমিরের সঙ্গে বৈঠকটি দেশের আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।