ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

তারাগঞ্জে ‘গণভোট ২০২৬’ ও জাতীয় নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীন। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা ‘গণভোট ২০২৬’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে পালন করা একটি সফল নির্বাচনের পূর্বশর্ত। তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দিতে এবং জনমনে স্বচ্ছ ধারণা তৈরি করতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সমন্বিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

তারাগঞ্জে ‘গণভোট ২০২৬’ ও জাতীয় নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীন। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা ‘গণভোট ২০২৬’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে পালন করা একটি সফল নির্বাচনের পূর্বশর্ত। তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দিতে এবং জনমনে স্বচ্ছ ধারণা তৈরি করতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সমন্বিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।