ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সাতকানিয়ায় পাহাড়খেকোদের বিরুদ্ধে যৌথ অভিযান, জব্দকৃত এসকেভেটর অকেজো

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। উপজেলার বাজালিয়া ইউনিয়নে গভীর রাতে পরিচালিত এক যৌথ অভিযানে পাহাড় কাটার সরঞ্জাম জব্দসহ তা অকেজো করে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটায় জড়িত দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) ফেলে রেখে যায় তারা। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই যন্ত্রটি অকেজো করে দেওয়া হয়, যাতে এটি ব্যবহার করে পুনরায় পাহাড় বা কৃষিজমির মাটি কাটা সম্ভব না হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। পাহাড় কাটা এবং কৃষিজমির মাটি লুটের মতো পরিবেশ-বিধ্বংসী কার্যক্রম বন্ধে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে যারা এই অবৈধ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বাজালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। প্রশাসনের এই আকস্মিক ও কার্যকর অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরিবেশ রক্ষায় এমন তড়িৎ পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজি আমদানিতে বিশেষ ঋণসুবিধা: ২৭০ দিন পর্যন্ত বাকিতে আনার সুযোগ

সাতকানিয়ায় পাহাড়খেকোদের বিরুদ্ধে যৌথ অভিযান, জব্দকৃত এসকেভেটর অকেজো

আপডেট সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। উপজেলার বাজালিয়া ইউনিয়নে গভীর রাতে পরিচালিত এক যৌথ অভিযানে পাহাড় কাটার সরঞ্জাম জব্দসহ তা অকেজো করে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটায় জড়িত দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) ফেলে রেখে যায় তারা। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই যন্ত্রটি অকেজো করে দেওয়া হয়, যাতে এটি ব্যবহার করে পুনরায় পাহাড় বা কৃষিজমির মাটি কাটা সম্ভব না হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। পাহাড় কাটা এবং কৃষিজমির মাটি লুটের মতো পরিবেশ-বিধ্বংসী কার্যক্রম বন্ধে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে যারা এই অবৈধ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বাজালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। প্রশাসনের এই আকস্মিক ও কার্যকর অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরিবেশ রক্ষায় এমন তড়িৎ পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।