ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আফসানা মিমির নামের গোপন রহস্য: নিজেই রেখেছিলেন ‘মিমি’!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি নিজের নামের পেছনের এক চমকপ্রদ তথ্য সম্প্রতি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘মিমি’ নামটি তিনি নিজেই নিজের জন্য বেছে নিয়েছিলেন। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে এসে এই গোপন কথা উন্মোচন করেছেন এই গুণী শিল্পী।

আফসানা মিমির আসল নাম আফসানা করিম। বড় বোন অ্যানির সঙ্গে মিলিয়ে তার ডাকনাম রাখা হয়েছিল জুনি। বাবা আদর করে ডাকতেন ‘মিম’। তবে, ‘মিমি’ চকোলেটের প্রতি বিশেষ ভালোবাসার কারণেই তিনি নিজের নাম ‘মিমি’ হিসেবে চূড়ান্ত করেন। মজার ছলে তিনি বলেন, “আমার মনে হয়, আমিই পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!”

গত ২০ ডিসেম্বর ৫৭ বছর পূর্ণ হয়েছে আফসানা মিমির। নামের এই মজার গল্পের পাশাপাশি তিনি তার জন্মদিনের এক ব্যতিক্রমী প্রথার কথাও জানিয়েছেন। প্রতি বছর এই বিশেষ দিনে তিনি ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে যান। সেখানে ওই দিন যেসব শিশুর জন্ম হয়, তিনি তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। নীরবে বছরের পর বছর ধরে এই মানবিক কাজটি করে যাচ্ছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে আফসানা মিমি তার জীবনের আরও অনেক না বলা কথা অকপটে তুলে ধরেছেন। জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পর্বটি আগামী শনিবার, ১০ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাক রপ্তানিতে মন্দা: ঝুঁকির মুখে বিনিয়োগ ও কর্মসংস্থান

আফসানা মিমির নামের গোপন রহস্য: নিজেই রেখেছিলেন ‘মিমি’!

আপডেট সময় : ০৩:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি নিজের নামের পেছনের এক চমকপ্রদ তথ্য সম্প্রতি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘মিমি’ নামটি তিনি নিজেই নিজের জন্য বেছে নিয়েছিলেন। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে এসে এই গোপন কথা উন্মোচন করেছেন এই গুণী শিল্পী।

আফসানা মিমির আসল নাম আফসানা করিম। বড় বোন অ্যানির সঙ্গে মিলিয়ে তার ডাকনাম রাখা হয়েছিল জুনি। বাবা আদর করে ডাকতেন ‘মিম’। তবে, ‘মিমি’ চকোলেটের প্রতি বিশেষ ভালোবাসার কারণেই তিনি নিজের নাম ‘মিমি’ হিসেবে চূড়ান্ত করেন। মজার ছলে তিনি বলেন, “আমার মনে হয়, আমিই পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!”

গত ২০ ডিসেম্বর ৫৭ বছর পূর্ণ হয়েছে আফসানা মিমির। নামের এই মজার গল্পের পাশাপাশি তিনি তার জন্মদিনের এক ব্যতিক্রমী প্রথার কথাও জানিয়েছেন। প্রতি বছর এই বিশেষ দিনে তিনি ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে যান। সেখানে ওই দিন যেসব শিশুর জন্ম হয়, তিনি তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। নীরবে বছরের পর বছর ধরে এই মানবিক কাজটি করে যাচ্ছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে আফসানা মিমি তার জীবনের আরও অনেক না বলা কথা অকপটে তুলে ধরেছেন। জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পর্বটি আগামী শনিবার, ১০ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে।