দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট পা রাখলো চব্বিশ বছরে। নতুন বছর শুরু হতেই সিলেটে কনসার্টের মধ্য দিয়ে মঞ্চে সরব উপস্থিতি জানানোর পর এবার রাজধানীতে সেরা ব্যান্ডের সম্মাননা জিতে নিয়েছে দলটি। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমীর নেতৃত্বে এগিয়ে চলা চিরকুট বাংলা সংগীতে দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছে।
গত ৯ জানুয়ারি ঢাকার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো ‘সেরা ব্যান্ড’-এর স্বীকৃতি লাভ করে চিরকুট। সম্প্রতি প্রকাশিত তাদের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই পুরস্কার অর্জন করেন তারা। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে চিরকুটের প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যান্ডের সকল সদস্য।
এই অর্জনের প্রতিক্রিয়ায় সুমী বলেন, “আমাদের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মাননা পেয়েছি আমরা। স্রষ্টা মহান, শ্রোতারা আশীর্বাদ! নিজেদের কথা ও সুরে নতুন গান তৈরির এই চব্বিশ বছরের যাত্রায় এই অর্জনটুকু আমাদের প্রত্যেকের জীবনে আরও বেশি অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি আরও যোগ করেন, “চিরকুট সবসময় নতুন কথা ও সুরের সন্ধানে থাকে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা বছরের পর বছর সদস্যদের পাশে থেকেছি, তাদের বিকাশে সহায়তা করেছি এবং সংগীতে নতুন কিছু যুক্ত করার নিরীক্ষা চালিয়েছি।”
সুমীর কথায় উঠে আসে চিরকুটের গুরুত্ব। তিনি বলেন, “অনেক প্রতিভাবান সংগীতশিল্পীর আঁতুড়ঘর হয়ে উঠেছে চিরকুট। দেশের বাইরে যখন বিশ্বের প্রথম সারির ব্যান্ডগুলোর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বাংলা গান গাই, তখন দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের চোখ ভিজে ওঠে। আমরা সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থাকতে চাই।”
বর্তমানে নিজেদের পঞ্চম অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছে চিরকুট। এছাড়াও বছরজুড়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নেবে দলটি। আগামী বছর ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘সিলভার জুবিলি’ পালনেরও পরিকল্পনা রয়েছে তাদের।
চিরকুটের বর্তমান লাইনআপে রয়েছেন: শারমিন সুলতানা সুমী (গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর ও ভোকাল), পাভেল আরিন (ড্রামস ও মিউজিক প্রোডিউসার), প্রান্ত (গিটার, ম্যান্ডোলিন, সেতার ও ইউকেলেলে), ইশমাম (বেইজ), দিব্য (লিড গিটার), ইয়ার (হারমোনিয়াম, কিবোর্ড, ভায়োলিন ও ভোকাল) এবং ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।
রিপোর্টারের নাম 

























