ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সরকার আমলাতন্ত্রের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি টিআইবির

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন যে, সরকার আমলাতন্ত্রের কাছে নতি স্বীকার করে ‘আত্মসমর্পণ’ করেছে। তিনি মনে করেন, উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান হওয়ায় এবং এর গোষ্ঠীস্বার্থ বা রাজনৈতিক স্বার্থের প্রতিফলন ঘটায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এই মন্তব্য করেন। তিনি বলেন, আমলাতন্ত্রের একটি অংশ বর্তমানে উপদেষ্টাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনে যেসব আশু করণীয় বিষয় সুপারিশ করা হয়েছিল, সেগুলো সরকারের কাছে কোনো গুরুত্ব পায়নি। সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে দুদকের পরিপূর্ণ স্বাধীনতাকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও, পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়া ‘জুলাই সনদের’ পরিপন্থী হয়েছে বলেও অভিযোগ করেন ড. ইফতেখারুজ্জামান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

সরকার আমলাতন্ত্রের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি টিআইবির

আপডেট সময় : ০১:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন যে, সরকার আমলাতন্ত্রের কাছে নতি স্বীকার করে ‘আত্মসমর্পণ’ করেছে। তিনি মনে করেন, উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান হওয়ায় এবং এর গোষ্ঠীস্বার্থ বা রাজনৈতিক স্বার্থের প্রতিফলন ঘটায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এই মন্তব্য করেন। তিনি বলেন, আমলাতন্ত্রের একটি অংশ বর্তমানে উপদেষ্টাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনে যেসব আশু করণীয় বিষয় সুপারিশ করা হয়েছিল, সেগুলো সরকারের কাছে কোনো গুরুত্ব পায়নি। সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে দুদকের পরিপূর্ণ স্বাধীনতাকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও, পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়া ‘জুলাই সনদের’ পরিপন্থী হয়েছে বলেও অভিযোগ করেন ড. ইফতেখারুজ্জামান।