ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চীন-বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীন-বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজ ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউনান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক মা জুওক্সিন এবং চীনা অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনিয়াং উপস্থিত ছিলেন। ইউনান ফুয়াই হাসপাতালের একটি মেডিক্যাল টিম তাদের কাজ শুরু করতে বাংলাদেশে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রথম চীন-বাংলাদেশ যৌথ ক্লিনিক প্রতিষ্ঠা স্বাস্থ্যক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহায়তার আরেকটি উল্লেখযোগ্য অর্জনকে চিহ্নিত করে, যা দুই দেশের স্বাস্থ্যসেবা সহযোগিতায় একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দেয়।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশই জনস্বাস্থ্য পরিচালনা, চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন এবং উচ্চতর স্তরে স্বাস্থ্য শিল্পের সহযোগিতামূলক উন্নয়নে একযোগে কাজ করবে, যার ফলে ‘স্বাস্থ্য সিল্ক রোড’ আরও ভালো অবদান রাখবে।

উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদী সহায়তা ও সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যৌথ ক্লিনিক প্রতিষ্ঠা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। তিনি আরও বেশি মানুষের উপকারে স্বাস্থ্য ক্ষেত্রে গভীর সহযোগিতার আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘রোগীদের বিদেশমুখিতা কমাতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার। গরিব থেকে শুরু করে ধনীরাও যেন এক কাতারে চিকিৎসা নিতে পারে— সেটার জন্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ এ সময় দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন হয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সেই সঙ্গে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে চীনের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ও চীনের সরকারে মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে গুলিতে যুবক নিহত: জামায়াত কর্মীর পরিচয় দাবি, থমথমে জনপদ, মেলেনি মামলা

চীন-বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীন-বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজ ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউনান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক মা জুওক্সিন এবং চীনা অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনিয়াং উপস্থিত ছিলেন। ইউনান ফুয়াই হাসপাতালের একটি মেডিক্যাল টিম তাদের কাজ শুরু করতে বাংলাদেশে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রথম চীন-বাংলাদেশ যৌথ ক্লিনিক প্রতিষ্ঠা স্বাস্থ্যক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহায়তার আরেকটি উল্লেখযোগ্য অর্জনকে চিহ্নিত করে, যা দুই দেশের স্বাস্থ্যসেবা সহযোগিতায় একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দেয়।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশই জনস্বাস্থ্য পরিচালনা, চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন এবং উচ্চতর স্তরে স্বাস্থ্য শিল্পের সহযোগিতামূলক উন্নয়নে একযোগে কাজ করবে, যার ফলে ‘স্বাস্থ্য সিল্ক রোড’ আরও ভালো অবদান রাখবে।

উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদী সহায়তা ও সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যৌথ ক্লিনিক প্রতিষ্ঠা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। তিনি আরও বেশি মানুষের উপকারে স্বাস্থ্য ক্ষেত্রে গভীর সহযোগিতার আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘রোগীদের বিদেশমুখিতা কমাতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার। গরিব থেকে শুরু করে ধনীরাও যেন এক কাতারে চিকিৎসা নিতে পারে— সেটার জন্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ এ সময় দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন হয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সেই সঙ্গে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে চীনের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ও চীনের সরকারে মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।