ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বায়ুদূষণে বিশ্বের অষ্টম স্থানে ঢাকা, রাজধানীর চার এলাকার বাতাস দুর্যোগপূর্ণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্বের ১২৭টি শহরের তালিকায় বায়ুদূষণে আজ অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন দেশের অন্তত চারটি এলাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য দুর্যোগপূর্ণ অবস্থায় আছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া যায়।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে। আজ সকালে ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ৩৫ গুণ বেশি ছিল।

রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ দেশের সবচেয়ে দূষিত বাতাস লক্ষ্য করা গেছে। বায়ুমান সূচক বা একিউআই স্কোর ৩০০ পার হলে সেই বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়, সেখানে ধানমন্ডির স্কোর দাঁড়িয়েছে ৪২৯। দূষণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তরার ১৮ নম্বর সেক্টর, মিরপুরের ইস্টার্ন হাউজিং ও বেচারাম দেউড়ি এলাকা। এসব এলাকার বাতাসের মানও দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।

এছাড়া কল্যাণপুর এলাকায় বাতাসের মান ৩০০ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে। একই তালিকায় রয়েছে গোড়ান ও পীরেরবাগ রেললাইন এলাকা, যেখানে বাতাসের মান যথাক্রমে ২৫০ ও ২০১ রেকর্ড করা হয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাস সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে দুর্যোগপূর্ণ বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

বায়ুদূষণে বিশ্বের অষ্টম স্থানে ঢাকা, রাজধানীর চার এলাকার বাতাস দুর্যোগপূর্ণ

আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

বিশ্বের ১২৭টি শহরের তালিকায় বায়ুদূষণে আজ অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন দেশের অন্তত চারটি এলাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য দুর্যোগপূর্ণ অবস্থায় আছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া যায়।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে। আজ সকালে ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ৩৫ গুণ বেশি ছিল।

রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ দেশের সবচেয়ে দূষিত বাতাস লক্ষ্য করা গেছে। বায়ুমান সূচক বা একিউআই স্কোর ৩০০ পার হলে সেই বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়, সেখানে ধানমন্ডির স্কোর দাঁড়িয়েছে ৪২৯। দূষণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তরার ১৮ নম্বর সেক্টর, মিরপুরের ইস্টার্ন হাউজিং ও বেচারাম দেউড়ি এলাকা। এসব এলাকার বাতাসের মানও দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।

এছাড়া কল্যাণপুর এলাকায় বাতাসের মান ৩০০ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে। একই তালিকায় রয়েছে গোড়ান ও পীরেরবাগ রেললাইন এলাকা, যেখানে বাতাসের মান যথাক্রমে ২৫০ ও ২০১ রেকর্ড করা হয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাস সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে দুর্যোগপূর্ণ বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।