ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ফটিকছড়িতে গুলিতে যুবক নিহত: জামায়াত কর্মীর পরিচয় দাবি, থমথমে জনপদ, মেলেনি মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাছির উদ্দিন নামে আরেকজন। গত শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। কারা কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

নিহত জামাল উদ্দিন এবং আহত নাছির উদ্দিনকে নিজেদের কর্মী দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১১ জানুয়ারি) বিকাল পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ফটিকছড়ি থানায় কোনো মামলা দায়ের হয়নি, এমনকি জড়িত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার আমির মুহাম্মদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত জামাল উদ্দিন লেলাং ইউনিয়ন শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন। বিবৃতিতে ১০ জানুয়ারি সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তার নির্মম হত্যাকাণ্ড এবং অপর কর্মী নাছির উদ্দিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করা হয়েছে। জামায়াত এই নৃশংস হত্যাকাণ্ড ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ফটিকছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যথায় উপজেলার আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কাও ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, ফটিকছড়িতে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি নিশ্চিত করেছেন যে, রবিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। নিহত জামাল উদ্দিন ও আহত নাছির উদ্দিন উভয়েই শাহনগর এলাকার বাসিন্দা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে গুলিতে যুবক নিহত: জামায়াত কর্মীর পরিচয় দাবি, থমথমে জনপদ, মেলেনি মামলা

আপডেট সময় : ০৮:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাছির উদ্দিন নামে আরেকজন। গত শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। কারা কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

নিহত জামাল উদ্দিন এবং আহত নাছির উদ্দিনকে নিজেদের কর্মী দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১১ জানুয়ারি) বিকাল পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ফটিকছড়ি থানায় কোনো মামলা দায়ের হয়নি, এমনকি জড়িত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার আমির মুহাম্মদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত জামাল উদ্দিন লেলাং ইউনিয়ন শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন। বিবৃতিতে ১০ জানুয়ারি সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তার নির্মম হত্যাকাণ্ড এবং অপর কর্মী নাছির উদ্দিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করা হয়েছে। জামায়াত এই নৃশংস হত্যাকাণ্ড ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ফটিকছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যথায় উপজেলার আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কাও ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, ফটিকছড়িতে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি নিশ্চিত করেছেন যে, রবিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। নিহত জামাল উদ্দিন ও আহত নাছির উদ্দিন উভয়েই শাহনগর এলাকার বাসিন্দা।