ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

যে পাপের ফল ইহজীবনেই ভোগ করতে হয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

অনেকের ধারণা শাস্তি বা প্রতিদান কেবল পরকালেই পাওয়া যায়, কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী কিছু গুনাহ এমন রয়েছে যার ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। কুরআন ও হাদিসে এই শাস্তির বর্ণনা অত্যন্ত স্পষ্ট যা শুধু পরকালের ভয় নয়, ইহজীবনেই কঠিন পরিণতি নিয়ে আসে।

ইহকালকে পরীক্ষার মঞ্চ বলা হয়, যেখানে আল্লাহর নির্দেশ মেনে চললে জান্নাতের আশ্বাস রয়েছে, আর অবাধ্যতা ডেকে আনে আজাব। তবে নির্দিষ্ট কিছু পাপ অশান্তি, অনিষ্ট, ধ্বংস বা অপমানের বোঝা হয়ে এই পৃথিবীর জীবনেই নেমে আসে।

পিতামাতাকে অবহেলা: তাৎক্ষণিক ধ্বংস

হাদিসে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বলেছিলেন, ‘ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ধ্বংস হোক।’ সাহাবাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে হলো সেই মানুষ যে বার্ধক্যে পিতামাতাকে পেল, তবুও জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারল না। এর অর্থ হলো মা–বাবাকে অবহেলা করলে তার অকল্যাণ শুরু হয় এই দুনিয়াতেই।

সতী নারীর প্রতি অপবাদ: দুনিয়া-আখিরাত উভয় জীবন অভিশপ্ত

পবিত্র কুরআন জানায়, নিরপরাধ পবিত্র নারীর বিরুদ্ধে অপবাদ ছড়ানোর শাস্তি ভয়াবহ। এ ধরনের অপরাধে অভিশাপ নেমে আসে দুনিয়াতেও, আখিরাতেও। এটি সমাজে অস্থিরতা বাড়ায়, আর ব্যক্তিগত জীবনেও অবনতি ও দুর্ভাগ্য নিয়ে আসে।

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: তাৎক্ষণিক আজাবের ঘোষণা

হাদিসে এসেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন, আখিরাতের শাস্তি পর্যন্ত তার জন্য মুলতবি রাখেন না। কুরআন আরও বলেছে, যারা পৃথিবীতে ফ্যাসাদ ছড়ায় ও আত্মীয়তার বন্ধন কেটে ফেলে, তাদের ওপর আল্লাহর অভিসম্পাত নেমে আসে; তাদের কান বধির হয়ে যায় এবং দৃষ্টি অন্ধ হয়ে পড়ে।

ব্যভিচার: আত্মিক শক্তি ক্ষুণ্ণ হওয়া

হাদিসে বলা হয়েছে, মানুষ যখন ব্যভিচারে লিপ্ত থাকে, তখন ঈমান তার অন্তর থেকে বেরিয়ে মাথার ওপর ছায়ার মতো অবস্থান করে। পাপ কাজ থেকে ফিরে এলে তবেই ঈমান আবার অন্তরে ফিরে আসে। অর্থাৎ এই গুনাহ মানুষের আত্মিক শক্তিকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

ইসলাম শিক্ষা দেয় পাপ কখনোই অদৃশ্য হয়ে যায় না। অনেক সময় তার শাস্তি জীবনের মধ্যেই অশান্তি, অপমান, দুর্ভাগ্য বা সম্পর্কের ভাঙন হয়ে নেমে আসে। মা–বাবার অবাধ্যতা, অপবাদ রটানো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কিংবা ব্যভিচার এসব থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা, আল্লাহর ভীতি এবং ইসলামী নীতিতে জীবন গড়া।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাক রপ্তানিতে মন্দা: ঝুঁকির মুখে বিনিয়োগ ও কর্মসংস্থান

যে পাপের ফল ইহজীবনেই ভোগ করতে হয়

আপডেট সময় : ০১:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

অনেকের ধারণা শাস্তি বা প্রতিদান কেবল পরকালেই পাওয়া যায়, কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী কিছু গুনাহ এমন রয়েছে যার ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। কুরআন ও হাদিসে এই শাস্তির বর্ণনা অত্যন্ত স্পষ্ট যা শুধু পরকালের ভয় নয়, ইহজীবনেই কঠিন পরিণতি নিয়ে আসে।

ইহকালকে পরীক্ষার মঞ্চ বলা হয়, যেখানে আল্লাহর নির্দেশ মেনে চললে জান্নাতের আশ্বাস রয়েছে, আর অবাধ্যতা ডেকে আনে আজাব। তবে নির্দিষ্ট কিছু পাপ অশান্তি, অনিষ্ট, ধ্বংস বা অপমানের বোঝা হয়ে এই পৃথিবীর জীবনেই নেমে আসে।

পিতামাতাকে অবহেলা: তাৎক্ষণিক ধ্বংস

হাদিসে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বলেছিলেন, ‘ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ধ্বংস হোক।’ সাহাবাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে হলো সেই মানুষ যে বার্ধক্যে পিতামাতাকে পেল, তবুও জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারল না। এর অর্থ হলো মা–বাবাকে অবহেলা করলে তার অকল্যাণ শুরু হয় এই দুনিয়াতেই।

সতী নারীর প্রতি অপবাদ: দুনিয়া-আখিরাত উভয় জীবন অভিশপ্ত

পবিত্র কুরআন জানায়, নিরপরাধ পবিত্র নারীর বিরুদ্ধে অপবাদ ছড়ানোর শাস্তি ভয়াবহ। এ ধরনের অপরাধে অভিশাপ নেমে আসে দুনিয়াতেও, আখিরাতেও। এটি সমাজে অস্থিরতা বাড়ায়, আর ব্যক্তিগত জীবনেও অবনতি ও দুর্ভাগ্য নিয়ে আসে।

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: তাৎক্ষণিক আজাবের ঘোষণা

হাদিসে এসেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন, আখিরাতের শাস্তি পর্যন্ত তার জন্য মুলতবি রাখেন না। কুরআন আরও বলেছে, যারা পৃথিবীতে ফ্যাসাদ ছড়ায় ও আত্মীয়তার বন্ধন কেটে ফেলে, তাদের ওপর আল্লাহর অভিসম্পাত নেমে আসে; তাদের কান বধির হয়ে যায় এবং দৃষ্টি অন্ধ হয়ে পড়ে।

ব্যভিচার: আত্মিক শক্তি ক্ষুণ্ণ হওয়া

হাদিসে বলা হয়েছে, মানুষ যখন ব্যভিচারে লিপ্ত থাকে, তখন ঈমান তার অন্তর থেকে বেরিয়ে মাথার ওপর ছায়ার মতো অবস্থান করে। পাপ কাজ থেকে ফিরে এলে তবেই ঈমান আবার অন্তরে ফিরে আসে। অর্থাৎ এই গুনাহ মানুষের আত্মিক শক্তিকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

ইসলাম শিক্ষা দেয় পাপ কখনোই অদৃশ্য হয়ে যায় না। অনেক সময় তার শাস্তি জীবনের মধ্যেই অশান্তি, অপমান, দুর্ভাগ্য বা সম্পর্কের ভাঙন হয়ে নেমে আসে। মা–বাবার অবাধ্যতা, অপবাদ রটানো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কিংবা ব্যভিচার এসব থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা, আল্লাহর ভীতি এবং ইসলামী নীতিতে জীবন গড়া।