ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৯ জন মারা গেছেন। একই সময়ে দেশের হাসপাতালগুলোতে নতুন করে ১ হাজার ৪২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে আজ রোববার (৫ অক্টোবর) প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন এই পরিসংখ্যান যুক্ত হওয়ায়, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২ জনে, এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯০৭ জনে পৌঁছেছে।
ঢাকা দক্ষিণে মৃতের হার বেশি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৯ জনের মধ্যে ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। বাকি দুজন রোগীর একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের।
কোন বিভাগে কতজন ভর্তি
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪২ জন রোগীর মধ্যে:
ঢাকা বিভাগে: মোট ২০১ জন (এর মধ্যে ডিএনসিসিতে ১৯৮ জন এবং ডিএসসিসিতে ১২১ জন)।
বরিশাল বিভাগে: ১৯৫ জন।
চট্টগ্রাম বিভাগে: ১০৪ জন।
রাজশাহী বিভাগে: ৮২ জন।
ময়মনসিংহ বিভাগে: ৪১ জন।
রংপুর বিভাগে: ২৩ জন।
সিলেট বিভাগে: ৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ২৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রিপোর্টারের নাম 

























