এই নতুন নিয়মটি সব দেশ ও সব ধরনের ভিসাধারীদের জন্যই প্রযোজ্য হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খালিজ টাইমস এ নিয়ে একটি প্রতিবেদনও করেছে।
যেমন, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরান ওমরাহ করতে দুবাই বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু চেক-ইন কাউন্টারে তাকে থামিয়ে দেওয়া হয় এবং ফিরতি টিকিট দেখাতে বলা হয়।
মিরান জানান, তার ওমরাহ ভিসা ছিল এবং তিনি মক্কায় কয়েকদিন থাকার পরিকল্পনা করেছিলেন। এরপর সময় মিললে মদিনাতেও যাওয়ার ইচ্ছা ছিল। একারণেই তিনি আগে থেকে ফিরতি টিকিট কাটেননি। কিন্তু দুবাই বিমানবন্দরে তাকে জানিয়ে দেওয়া হয়, রিটার্ন টিকিট আগেই কেটে রাখতে হবে।
মিরান বলেন, ‘আমি ভেবেছিলাম মদিনাতে কয়েকদিন থেকে তারপর ফেরার সিদ্ধান্ত নেব। কিন্তু চেক-ইনে যাওয়ার পর তারা জানালো, ফিরতি টিকিট না কাটা পর্যন্ত আমাকে বোর্ডিং পাস দেওয়া হবে না। তখন কাউন্টার বন্ধ হওয়ার পথে, হাতে মাত্র কয়েক মিনিট সময়। শেষ পর্যন্ত অনলাইনে রিটার্ন টিকিট কাটতে আমার আধা ঘণ্টা লেগে যায়। এরপরই আমাকে চেক-ইন করতে দেওয়া হয়।’
আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ নিয়ে নিশ্চিত হতেই এয়ারলাইন্স ও সৌদি কর্তৃপক্ষ এই নিয়মটি কড়াকড়িভাবে চালু করেছে। তারা বলেছেন, এখন থেকে সব ধরনের ভিসা এবং সব দেশের নাগরিকের জন্যই আগেভাগে রিটার্ন টিকিটি কাটা বাধ্যতামূলক।
রিপোর্টারের নাম 

























