জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান এবার এক ব্যতিক্রমী সংগীতায়োজনে যুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা তরুণ শিল্পী শেখ সোলায়মান ও রাকিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি, আর দোতারায় সঙ্গ দিয়েছেন ফাহিমা আহমেদ শিফা। তাদের এই যৌথ প্রচেষ্টা নিয়ে আসছে নতুন গান ‘ভালোবাসার সীমা নাই’।
তারিকের সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন লুৎফর হাসান নিজেই। ‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’ – এমন মায়াবী কথায় সাজানো হয়েছে গানটি। এই গানে লুৎফর হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব, যেখানে দোতারার মনভোলানো সুর তুলেছেন শিফা।
ফারহান আহমেদ রাফাতের নির্দেশনায় গানটির চিত্রধারণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে খুব দ্রুতই গানটি শ্রোতাদের কাছে পৌঁছাবে।
গানের দৃশ্য ধারণ করা হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়ির মনোরম পরিবেশে। লুৎফর হাসান, শেখ সোলায়মান এবং রাকিব – এই তিন শিল্পী একই অঞ্চলের সন্তান হওয়ায়, তাদের একত্রিত হওয়ার পরিকল্পনাটি ছিল দীর্ঘদিনের। শিফাও ভিডিওতে অংশ নিয়েছেন।
লুৎফর হাসান এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “সোলায়মান ও রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ জনপ্রিয়। ওরা আমারই ছোটভাই, তাই এক মাটির সন্তানদের এক গানে একত্রিত করার পরিকল্পনাটি ছিল বেশ পুরনো। শিফা দোতারা নিয়ে যুক্ত হয়েছে, সেও ভিডিওতে অংশ নিয়েছে। তবে এই গান ও গানচিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর লোকেশন। এর আগে কখনও এই ধরনের লোকেশনে কাজ হয়নি, যা গানটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে।”
ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলে দ্রুতই প্রকাশ পাবে। এছাড়াও দেশের ও বিদেশের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতারা গানটির অডিও উপভোগ করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























