ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ভক্তদের জন্য সুখবর: জন্মদিনে ‘মান্নাত’-এই দেখা দেবেন শাহরুখ খান ভক্তদের জন্য দিবেন সুখবর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

আগামী ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই বিশেষ দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলো ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। সম্প্রতি খবর ছড়িয়েছিল যে, এ বছর নাকি শাহরুখ ‘মান্নাত’-এ থাকবেন না, সপরিবার আলিবাগে জন্মদিন পালন করবেন। তবে এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময়েই শাহরুখ খান তার অনুরাগীদের জন্য সুখবর দিলেন। তিনি জানালেন, প্রতিবছরের মতো এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা যাবে তাকে।

জন্মদিনে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর বাইরে এসে ভিড় জমান তার অনুরাগীরা, শুধু ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য। কয়েক মিনিটের সেই দর্শনে শাহরুখ কখনও হাত নাড়েন, কখনও ছুড়ে দেন চুমু, আবার কখনও দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ় দেন। আর তাতেই আনন্দে উল্লাসে ফেটে পড়েন অপেক্ষারত অনুরাগীরা।

কিন্তু এ বছর ‘মান্নাত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা তার গোটা পরিবার সমেত এখন একটি ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল—এ বছর কি তাদের প্রিয় তারকা দর্শন দেবেন?

‘এক্স’-এর (সাবেক টুইটার) পাতায় এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকে। তিনি জিজ্ঞেস করেন, “স্যর, এ বছর ‘মান্নাত’-এ ভক্তদের দেখা দিতে আসবেন?” উত্তরে শাহরুখ তার মারাত্মক রসবোধের সঙ্গে বলেন, “হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।” (অর্থাৎ, নির্মাণকাজের জন্য হেলমেট পরে আসতে হবে)। তার বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই তিনি এমন মজার উত্তর দেন।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তার জন্মদিন আর শুধু তার একরার নেই। এটি এখন অন্যদের জন্য উৎসব। তিনি স্বীকার করেন, বড় তারকা হওয়ার এটিই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটি জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাকে ঘিরে এই উদ্দীপনা তিনি বেশ উপভোগ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সহিংসতায় প্রাণহানি: দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভক্তদের জন্য সুখবর: জন্মদিনে ‘মান্নাত’-এই দেখা দেবেন শাহরুখ খান ভক্তদের জন্য দিবেন সুখবর

আপডেট সময় : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

আগামী ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই বিশেষ দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলো ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। সম্প্রতি খবর ছড়িয়েছিল যে, এ বছর নাকি শাহরুখ ‘মান্নাত’-এ থাকবেন না, সপরিবার আলিবাগে জন্মদিন পালন করবেন। তবে এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময়েই শাহরুখ খান তার অনুরাগীদের জন্য সুখবর দিলেন। তিনি জানালেন, প্রতিবছরের মতো এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা যাবে তাকে।

জন্মদিনে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর বাইরে এসে ভিড় জমান তার অনুরাগীরা, শুধু ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য। কয়েক মিনিটের সেই দর্শনে শাহরুখ কখনও হাত নাড়েন, কখনও ছুড়ে দেন চুমু, আবার কখনও দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ় দেন। আর তাতেই আনন্দে উল্লাসে ফেটে পড়েন অপেক্ষারত অনুরাগীরা।

কিন্তু এ বছর ‘মান্নাত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা তার গোটা পরিবার সমেত এখন একটি ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল—এ বছর কি তাদের প্রিয় তারকা দর্শন দেবেন?

‘এক্স’-এর (সাবেক টুইটার) পাতায় এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকে। তিনি জিজ্ঞেস করেন, “স্যর, এ বছর ‘মান্নাত’-এ ভক্তদের দেখা দিতে আসবেন?” উত্তরে শাহরুখ তার মারাত্মক রসবোধের সঙ্গে বলেন, “হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।” (অর্থাৎ, নির্মাণকাজের জন্য হেলমেট পরে আসতে হবে)। তার বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই তিনি এমন মজার উত্তর দেন।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তার জন্মদিন আর শুধু তার একরার নেই। এটি এখন অন্যদের জন্য উৎসব। তিনি স্বীকার করেন, বড় তারকা হওয়ার এটিই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটি জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাকে ঘিরে এই উদ্দীপনা তিনি বেশ উপভোগ করেন।