সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সায়েদ আহমেদ বিল্লাল (৩০) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (স্থানীয় সময়) বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যান তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েদ আহমেদ বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজারের পান ব্যবসায়ী মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে আর মাত্র কয়েক দিন পরেই তার ছুটিতে দেশে ফেরার কথা ছিল। পরিবারের প্রিয়জনের সাথে দেখা করার সেই স্বপ্ন এখন বিষাদে পরিণত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার বিকেলে রিয়াদ শহরের একটি রাস্তা পার হচ্ছিলেন বিল্লাল। এ সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিল্লালের সঙ্গে থাকা অন্য প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে তার মৃত্যুর সংবাদটি দেশে পৌঁছালে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা।
বর্তমানে বিল্লালের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মরদেহ দ্রুত ও সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন শোকাতুর স্বজনরা।
রিপোর্টারের নাম 



















