আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে নিজেদের ম্যাচগুলো খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটের বৈশ্বিক সংস্থাটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, যার অপেক্ষায় রয়েছে বিসিবি।
আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তারা ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টার একটি বক্তব্য ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝিরও ব্যাখ্যা দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আইসিসির পক্ষ থেকে যোগাযোগের যে কথা উল্লেখ করেছিলেন, তা মূলত বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের নিরাপত্তা মূল্যায়ন সংক্রান্ত একটি অভ্যন্তরীণ বিষয় ছিল। এটি বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি যোগাযোগ। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের বিষয়ে বিসিবির পাঠানো চিঠির আনুষ্ঠানিক জবাব ছিল না সেটি।
বিসিবি আরও উল্লেখ করেছে যে, তাদের চিঠিতে দলের নিরাপত্তার স্বার্থে গভীর উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে। এই সংবেদনশীল বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা জবাব পাওয়া যায়নি। বিসিবি এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।
রিপোর্টারের নাম 

























