ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

টঙ্গীর পোশাক কারখানায় আতঙ্ক, ‘প্যানিক অ্যাটাকে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ভর্তি হাসপাতালে

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় ‘প্যানিক অ্যাটাক’ জনিত কারণে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বিকেলে মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি মঙ্গলবার (পরদিন) ছুটি ঘোষণা করেছে।

কারখানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুপুরের খাবার শেষে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর কারখানার পঞ্চম তলার কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই খবর দ্রুত কারখানার অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। মুহূর্তেই বিভিন্ন ফ্লোরের প্রায় অর্ধশতাধিক শ্রমিক শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের মধ্যে মারুফা (২৬), মনি (২১), শারমীন (৩০), শিল্পী (৩৩), মিতু রায় (৪৪), লাইলী (২৫), হেনা (৩২), সাবিনা (২৬), কল্পনা (৩২), নুরুজ্জামান (২৫), ফারজানা (২৫) এবং রায়হান (২৭) সহ আরও অনেকে রয়েছেন।

দ্রুত তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজা শারমিন জানান, হাসপাতালে আসা বেশিরভাগ শ্রমিক ‘প্যানিক অ্যাটাক’ জনিত কারণে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিকের শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার উপসর্গ ছিল। অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ (টঙ্গী জোন)-এর পরিদর্শক আজাদ রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ মঙ্গলবার (পরদিন) কারখানা ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

টঙ্গীর পোশাক কারখানায় আতঙ্ক, ‘প্যানিক অ্যাটাকে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ভর্তি হাসপাতালে

আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় ‘প্যানিক অ্যাটাক’ জনিত কারণে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বিকেলে মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি মঙ্গলবার (পরদিন) ছুটি ঘোষণা করেছে।

কারখানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুপুরের খাবার শেষে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর কারখানার পঞ্চম তলার কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই খবর দ্রুত কারখানার অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। মুহূর্তেই বিভিন্ন ফ্লোরের প্রায় অর্ধশতাধিক শ্রমিক শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের মধ্যে মারুফা (২৬), মনি (২১), শারমীন (৩০), শিল্পী (৩৩), মিতু রায় (৪৪), লাইলী (২৫), হেনা (৩২), সাবিনা (২৬), কল্পনা (৩২), নুরুজ্জামান (২৫), ফারজানা (২৫) এবং রায়হান (২৭) সহ আরও অনেকে রয়েছেন।

দ্রুত তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজা শারমিন জানান, হাসপাতালে আসা বেশিরভাগ শ্রমিক ‘প্যানিক অ্যাটাক’ জনিত কারণে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিকের শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার উপসর্গ ছিল। অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ (টঙ্গী জোন)-এর পরিদর্শক আজাদ রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ মঙ্গলবার (পরদিন) কারখানা ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।