ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি। সোমবার কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা এবং দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত এই নোটিশে তাকে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের পক্ষ থেকে গত ১১ জানুয়ারি দাখিল করা এক অভিযোগে বলা হয়েছে— প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান কর্মীদের উদ্দেশে নির্বাচনি বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। অভিযোগ অনুযায়ী, এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

কমিটি জানিয়েছে, ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য।

এই অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আগামী বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া চৌকি আদালত, সাতকানিয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে তাকে স্বশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনের প্রজ্ঞাপনে শাবিপ্রবি শাকসু নির্বাচন স্থগিতের শঙ্কা, শিক্ষার্থীদের ক্ষোভ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৮:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি। সোমবার কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা এবং দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত এই নোটিশে তাকে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের পক্ষ থেকে গত ১১ জানুয়ারি দাখিল করা এক অভিযোগে বলা হয়েছে— প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান কর্মীদের উদ্দেশে নির্বাচনি বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। অভিযোগ অনুযায়ী, এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

কমিটি জানিয়েছে, ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য।

এই অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আগামী বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া চৌকি আদালত, সাতকানিয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে তাকে স্বশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।