জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন, গণভোটের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক নানা রাজনৈতিক ইস্যুতে দুই নেতা তাদের নিজ নিজ দলের অবস্থান ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।
বৈঠকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়। ১১ দলীয় জোটের এই দুই প্রভাবশালী নেতার বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়েও কথা বলেন।
মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও এতে দেশের আগামী দিনের রাজনীতির গতিপ্রকৃতি ও কৌশলগত নানা দিক উঠে এসেছে বলে জানা গেছে। সমমনা দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়।
রিপোর্টারের নাম 

























