ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাষ্ট্র সংস্কার ও জনজীবন স্বাভাবিক করাই বিএনপির মূল লক্ষ্য: সেলিমা রহমান

রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার সাধন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই বিএনপির ভবিষ্যৎ রাজনীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী নবীন দল এই সভার আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনই হবে পথচলার মূল প্রেরণা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কাছে চিরকাল এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবেন। ইতিহাস বিকৃত করার নানামুখী ষড়যন্ত্র হলেও সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। যাকে তিলে তিলে নিঃশেষ করার অপচেষ্টা চালানো হয়েছিল, আজ তিনি বিশ্বব্যাপী এক অনন্য সম্মানের প্রতীকে পরিণত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা ও নিপীড়ন মোকাবিলা করে তিনি আজ যে বিশ্বমর্যাদায় আসীন, জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসাই তার শ্রেষ্ঠ প্রমাণ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী উল্লেখ করেন, ক্ষমতায় না থেকেও বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে সর্বোচ্চ স্থান করে নিয়েছেন। দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার ও স্বস্তি ফিরিয়ে আনাই হবে বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন: নতুন কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

রাষ্ট্র সংস্কার ও জনজীবন স্বাভাবিক করাই বিএনপির মূল লক্ষ্য: সেলিমা রহমান

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার সাধন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই বিএনপির ভবিষ্যৎ রাজনীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী নবীন দল এই সভার আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনই হবে পথচলার মূল প্রেরণা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কাছে চিরকাল এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবেন। ইতিহাস বিকৃত করার নানামুখী ষড়যন্ত্র হলেও সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। যাকে তিলে তিলে নিঃশেষ করার অপচেষ্টা চালানো হয়েছিল, আজ তিনি বিশ্বব্যাপী এক অনন্য সম্মানের প্রতীকে পরিণত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা ও নিপীড়ন মোকাবিলা করে তিনি আজ যে বিশ্বমর্যাদায় আসীন, জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসাই তার শ্রেষ্ঠ প্রমাণ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী উল্লেখ করেন, ক্ষমতায় না থেকেও বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে সর্বোচ্চ স্থান করে নিয়েছেন। দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার ও স্বস্তি ফিরিয়ে আনাই হবে বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।