সিরাজগঞ্জ পৌর এলাকায় দীর্ঘ চার বছর ধরে আত্মগোপনে থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। গত রবিবার সন্ধ্যায় শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সোনা সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগর বেপারীপাড়া মহল্লার মৃত ইসলামের ছেলে। সোমবার দুপুরে র্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
র্যাব জানায়, ২০২০ সালের ২ মার্চ একটি মাদক মামলায় আদালত মো. সোনাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে নিজের পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল রবিবার সন্ধ্যায় বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 




















