দেশের প্রেক্ষাগৃহ যখন একের পর এক বন্ধ হওয়ার খবরে হতাশাজনক পরিস্থিতি তৈরি করছে, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে নতুন তিনটি আধুনিক মাল্টিপ্লেক্সের আগমনী বার্তা। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের তিন জেলায় এসব প্রেক্ষাগৃহ চালু হওয়ার কথা রয়েছে, যার মধ্যে দুটি নির্মাণ করছে শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দুটি নতুন শাখা চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ ও বগুড়ায়। নারায়ণগঞ্জের জালকুড়ির সীমান্ত টাওয়ারে নির্মিতব্য শাখাটি ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, এই শাখায় তিনটি অত্যাধুনিক হল থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। সেখানে দুটি হল থাকবে এবং এটিও চলতি বছরই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। মেসবাহ উদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স এর আগে সারাদেশে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়া শাখার নির্মাণ কাজ অনেক আগেই শুরু হলেও শেষ হতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে বড় শহরগুলোতে মাল্টিপ্লেক্স চালুর ওপর জোর দেওয়া হলেও, ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে। চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল এই মাল্টিপ্লেক্সের মালিক। তিনি জানান, তাদের প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























