ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শীতে হিফজ শিক্ষার্থীদের স্বস্তি: লালমনিরহাটসহ ৮ জেলায় গিজার ও রুম হিটার বিতরণ

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় জেঁকে বসা শীতের তীব্রতা থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীদের সুরক্ষা দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ‘পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ’ (পিসব)। এই কার্যক্রমের আওতায় লালমনিরহাটের তিনটি উপজেলাসহ দেশের মোট ৮টি জেলায় শিক্ষার্থীদের মাঝে পানি গরম করার যন্ত্র (গিজার) ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

লালমনিরহাটের সদর, আদিতমারী ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন মাদরাসায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও মানিকগঞ্জ জেলাতেও পিসব-এর পক্ষ থেকে একই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীত মৌসুমে মাদরাসার হিফজ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বড় অংশই দরিদ্র ও এতিম পরিবারের। তীব্র শীতের মধ্যেও তাদের অনেককে পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়াই দিনাতিপাত করতে হয়। বিশেষ করে হিফজ শিক্ষার্থীদের ফজরের অনেক আগে থেকেই ঘুম থেকে উঠে কোরআন পাঠে মগ্ন হতে হয়। হাড়কাঁপানো এই ভোরে ঠান্ডা পানিতে অজু করা এবং দীর্ঘ সময় শীতল কক্ষে বসে পড়াশোনা করা তাদের স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এটি পাঠে মনোযোগের ক্ষেত্রেও বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘব এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতেই পিসব গিজার ও রুম হিটার বিতরণের এই উদ্যোগ নিয়েছে।

এ প্রসঙ্গে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)-এর প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন হাবিবী বলেন, হিফজ শিক্ষার্থীরা মূলত পবিত্র কোরআনের সেবক। তীব্র শীতের কারণে তাদের জ্ঞানার্জন ও ইবাদত যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্য থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আলহামদুলিল্লাহ, আধুনিক এই সুযোগ-সুবিধার ফলে শিক্ষার্থীরা এখন অনেক বেশি স্বস্তিতে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারছে।

তিনি আরও জানান, কেবল শীতকালীন সহায়তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে পিসব-এর মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আর্তমানবতার সেবায় ভবিষ্যতেও এই সংস্থার পক্ষ থেকে আরও বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন: নতুন কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

শীতে হিফজ শিক্ষার্থীদের স্বস্তি: লালমনিরহাটসহ ৮ জেলায় গিজার ও রুম হিটার বিতরণ

আপডেট সময় : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় জেঁকে বসা শীতের তীব্রতা থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীদের সুরক্ষা দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ‘পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ’ (পিসব)। এই কার্যক্রমের আওতায় লালমনিরহাটের তিনটি উপজেলাসহ দেশের মোট ৮টি জেলায় শিক্ষার্থীদের মাঝে পানি গরম করার যন্ত্র (গিজার) ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

লালমনিরহাটের সদর, আদিতমারী ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন মাদরাসায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও মানিকগঞ্জ জেলাতেও পিসব-এর পক্ষ থেকে একই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীত মৌসুমে মাদরাসার হিফজ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বড় অংশই দরিদ্র ও এতিম পরিবারের। তীব্র শীতের মধ্যেও তাদের অনেককে পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়াই দিনাতিপাত করতে হয়। বিশেষ করে হিফজ শিক্ষার্থীদের ফজরের অনেক আগে থেকেই ঘুম থেকে উঠে কোরআন পাঠে মগ্ন হতে হয়। হাড়কাঁপানো এই ভোরে ঠান্ডা পানিতে অজু করা এবং দীর্ঘ সময় শীতল কক্ষে বসে পড়াশোনা করা তাদের স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এটি পাঠে মনোযোগের ক্ষেত্রেও বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘব এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতেই পিসব গিজার ও রুম হিটার বিতরণের এই উদ্যোগ নিয়েছে।

এ প্রসঙ্গে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)-এর প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন হাবিবী বলেন, হিফজ শিক্ষার্থীরা মূলত পবিত্র কোরআনের সেবক। তীব্র শীতের কারণে তাদের জ্ঞানার্জন ও ইবাদত যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্য থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আলহামদুলিল্লাহ, আধুনিক এই সুযোগ-সুবিধার ফলে শিক্ষার্থীরা এখন অনেক বেশি স্বস্তিতে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারছে।

তিনি আরও জানান, কেবল শীতকালীন সহায়তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে পিসব-এর মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আর্তমানবতার সেবায় ভবিষ্যতেও এই সংস্থার পক্ষ থেকে আরও বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।