মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের রেশ এবার বাংলাদেশের সীমান্তেও এসে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনায় সীমান্তের এপারে এসে পড়া গুলিতে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (তারিখ উল্লেখ থাকলে ভালো, না থাকলে বাদ) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আফনান (৭)। সে একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে তেচ্ছিব্রিজ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা এই গোলাগুলির একপর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। পরে সকাল ৯টার দিকে পুনরায় উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাত শুরু হলে মিয়ানমারের দিক থেকে ছোঁড়া গুলি সীমান্তের এপারে একটি বাংলাদেশি বসতঘরে আঘাত হানে।
এসআই খোকন চন্দ্র আরও জানান, এই গুলিতেই নিজ ঘরে থাকা শিশু আফনান গুরুতর আহত হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে, উত্তেজিত স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ায় তারা এখনও সেখানে পৌঁছাতে পারেননি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে থমথমে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























