বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিজস্ব প্রযোজনায় নির্মিত সমসাময়িক বিষয়ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’ প্রথম পর্বের সাফল্যের পর এবার তৈরি হচ্ছে তারকাবহুল দ্বিতীয় পর্ব।
বৈচিত্র্যময় আয়োজন, তারকাদের উপস্থিতি এবং গঠনমূলক উপাদানে সাজানো হয়েছে এবারের পর্বটি। অনুষ্ঠানটির রচনা, গ্রন্থনা ও পরিকল্পনায় রয়েছেন হুমায়ূন কাবেরী। বরাবরের মতো নান্দনিক উপস্থাপনায় থাকছেন মৌসুমী মৌ ও হুমায়ূন কাবেরী।
গত আসরে সুরের জাদু ছড়িয়েছেন কণ্ঠশিল্পী লিজা ও রাজিব। মিল্টন খন্দকারের কথা ও সুরে অনুষ্ঠানের টাইটেল সংগীতটি দর্শকদের আলাদা মুগ্ধতা দিয়েছে। নাচের ছন্দে মঞ্চ মাতিয়েছেন সোহেল রহমান, সিনথিয়া ও তাদের দল এবং মাইকেল বাবু। এছাড়া একটি বিশেষ গানে অংশ নিয়ে চমক দেন অভিনেতা শিবা শানু ও রিয়াদ হাসান রনি।
অনুষ্ঠানের বিশেষ টকশোতে অতিথি হিসেবে ছিলেন সোশ্যাল মিডিয়া ও বিনোদন জগতের পরিচিত মুখ বারিশা হক ও রাফসান ইমতিয়াজ শান্ত।
ম্যাগাজিন অনুষ্ঠানটির বিভিন্ন নাটিকা ও অভিনয়ে অংশ নিয়েছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী। তাদের মধ্যে রয়েছেন আশরাফুল আলম সোহাগ, ফাতেমা হীরা, শাওন আশরাফ, বাদল, শুভ রাজ, প্রাণেশ চৌধুরী, তুহিন চৌধুরী, ডাক্তার শামস আরেফিন, সূচনা সিকদার, রাজা হাসান, কেয়া চৌধুরী, রিপন খান, সুমাইয়া জান্নাত, হায়দার আলী, উত্তম অধিকারী, সুহৃদ জাহাঙ্গীর, রাফা নাঈম এবং মাযহার সুমনসহ অনেকে।
এই প্রযোজনাটি যৌথভাবে প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ ও মামুন মাহমুদ। সহকারী প্রযোজক হিসেবে ছিলেন মিসবাহ উদ্দিন মিলন এবং সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করেছেন মাযহার সুমন। সামাজিক সচেতনতা এবং সুস্থ বিনোদনের সংমিশ্রণে নির্মিত ‘বর্তমান’-এর এই দ্বিতীয় পর্বটি শিগগিরই বিটিভির পর্দায় দর্শক উপভোগ করতে পারবেন বলে জানান হুমায়ূন কাবেরী।
রিপোর্টারের নাম 

























