শহরের কোলাহলপূর্ণ ইট-পাথরের দালানের ভিড়ে দমবন্ধ করা পরিবেশে ছোট্ট এক আয়েশার মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম নিয়ে আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তির ওপারে’। তরুণ নির্মাতা আফজাল হোসেন মুন্নার চিত্রনাট্য ও নির্মাণে এই সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরবে এক ভিন্ন স্বাদের গল্প, যা শহুরে জীবনের নানা দিক উন্মোচন করবে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্র আয়েশায় অভিনয় করেছেন জারা। তার সঙ্গে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মৌটুসি বিশ্বাসকে। এছাড়াও রাশিক, রাফি ও আলভি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নির্মাতা আফজাল হোসেন মুন্না তার চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘এটি মূলত এই শহরের একটি নিম্নবিত্ত পরিবারের গল্প। তবে এই গল্পের মধ্য দিয়ে পুরো শহুরে জীবনের এক প্রতিচ্ছবি ফুটে উঠবে বলে আমি মনে করি। এটি যেমন একটি শিশুর স্বাধীনতার গল্প, তেমনি নাগরিক জীবনের নানান ভাবনা ও টানাপোড়েনকেও তুলে ধরবে।’
রাজধানীর মিরপুর ডিওএইচএস এবং সাংবাদিক কলোনির বিভিন্ন স্থানে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। ‘মুক্তির ওপারে’ ছবিটির অন্যতম আকর্ষণ হলো এর ভিজ্যুয়াল শৈলী। লাইভ অ্যাকশনের পাশাপাশি এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ. আই) প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে, যা ছবিটিকে দেবে এক নতুন মাত্রা।
বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে এবং এর ভিএফএক্স (ভিজ্যুয়াল ইফেক্টস) এর কাজ দ্রুত গতিতে চলছে। নির্মাতা মুন্না আরও জানান, খুব শিগগিরই চলচ্চিত্রটি মুক্তির তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রিপোর্টারের নাম 

























