পেসার মোস্তাফিজুর রহমানকে অনুষ্ঠিতব্য আইপিএল আসরে নিয়েও হঠাৎ বাদ দেওয়ার ঘটনায় তুমুল জটিলতা সৃষ্টি হয়েছে দুই দেশে। এমনকি সেটি গড়িয়েছে আইসিসি হেড কোয়ার্টারেও।
কারণ, কট্টর হিন্দুত্ববাদীদের দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের মোস্তাফিজকে নিতে অপারগতা জানিয়েছে শাহরুখ খানের কেকেআর। এ নিয়ে সামাজিকমাধ্যমেও বইছে সমালোচনার ঝড়।
বিষয়টি নিয়ে অনেকের পাশাপাশি সরব হয়েছেন বাংলার জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও। রবিবার (৪ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লেখেন, ‘একসময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরা নিজেরাই খেলবে… যেমন ইন্ডিয়া বনাম ভারত।’
বাউলের এমন মজার পোস্টে হৈহৈ পড়ে যায় সমাজমাধ্যমে।
জানা দরকার, ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এরপরই সেই দেশের উগ্র হিন্দুত্ববাদীরা অভিনেতার নানা সমালোচনা করতে থাকেন, এমনকি তাকে হুমকিও দেওয়া হয়। পাশাপাশি সেসব কট্টরবাদী গোষ্ঠীগুলো মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানায়।
এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই জেরে আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার বন্ধ থাকে, এই অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রিপোর্টারের নাম 

























