সময়ের স্রোতে দেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় জুটি তাহসান খান ও তার সহধর্মিণী রোজা আহমেদ তাদের দাম্পত্য জীবনের প্রথম মাইলফলক স্পর্শ করেছেন। ২০২৫ সালের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং আজ ২০২৬ সালের জানুয়ারিতে এক বছর পূর্ণ হলো তাদের নতুন পথচলার। বিশেষ এই দিনটিকে ঘিরে রোজা আহমেদের গ্ল্যামারাস উপস্থিতি এবং দৃষ্টিনন্দন আয়োজন এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাদের হাজারো ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোজা আহমেদ তাঁর বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে তাঁকে ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে অত্যন্ত আত্মবিশ্বাসী ও লাস্যময়ী লুকে দেখা গেছে, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। তবে কেবল পোশাক নয়, বিবাহবার্ষিকীর আয়োজনেও ছিল শৈল্পিক ছোঁয়া। বিশাল লিলি ফুল ও মোমবাতি দিয়ে সাজানো সাদা ক্রিমের নান্দনিক কেকটি ছিল এই উদযাপনের প্রধান আকর্ষণ। ভক্তদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্ত্রী রোজাকে এই বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান নিজেই। কেকের পাশে থাকা সুন্দর গোলাপের তোড়াটিও সেই রোমান্টিক আবহে যোগ করেছে বাড়তি মাত্রা।
উল্লেখ্য, গত বছর ৪ জানুয়ারি তাহসান ও আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছিলেন। দাম্পত্য জীবনের একটি বছর সাফল্যের সঙ্গে পার করে তাঁরা এখন আরও পরিণত ও সুখী দম্পতি হিসেবে পরিচিতি পাচ্ছেন। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা—সবাই এই জুটির আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছেন।
রিপোর্টারের নাম 

























