বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎচালিত গাড়ি (ইভি) নির্মাতার অবস্থান হারিয়েছে মার্কিন প্রতিষ্ঠান টেসলা। ২০২৫ সালে বিক্রির দিক থেকে টেসলাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডি।
টেসলা জানিয়েছে, ২০২৫ সালে তারা মোট ১৬ লাখ ৪০ হাজার গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। টানা দ্বিতীয় বছর বিক্রি কমার পেছনে প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগ এবং বিদেশি বাজারে তীব্র প্রতিযোগিতাকে দায়ী করা হচ্ছে।
অন্যদিকে, বিওয়াইডি গত বছর মোট ২২ লাখ ৬০ হাজার গাড়ি বিক্রি করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ইভি নির্মাতার অবস্থান দখল করেছে।
২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে টেসলার মোট বিক্রি দাঁড়ায় ৪ লাখ ১৮ হাজার ২২৭ ইউনিটে। তবে বাজার বিশ্লেষক সংস্থা ফ্যাক্টসেটের জরিপ অনুযায়ী, বিশ্লেষকরা আশা করেছিলেন এই সংখ্যা প্রায় ৪ লাখ ৪০ হাজার হবে। বিক্রি কমে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রে ৭,৫০০ ডলারের করছাড় (ট্যাক্স ক্রেডিট) সেপ্টেম্বরের শেষে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ধাপে ধাপে বন্ধ হয়ে যাওয়াও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।
এত কিছুর পরও ২০২৫ সাল শেষে টেসলার শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন, ইলন মাস্কের রোবোট্যাক্সি সেবা এবং ঘর ও অফিসে কাজ করতে সক্ষম মানবাকৃতি রোবটের পরিকল্পনা ভবিষ্যতে কোম্পানির জন্য বড় সম্ভাবনা তৈরি করবে।
শুক্রবার বাজার খোলার আগে টেসলার শেয়ার প্রায় ২ শতাংশ বেড়েছিল। পরে লেনদেনের শুরুতে শেয়ারদর প্রায় অপরিবর্তিত থেকে ৪৫০.২৭ ডলারে অবস্থান করছিল।
সর্বশেষ প্রান্তিকটি ছিল টেসলার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই কম খরচের বা ‘স্ট্রিপড-ডাউন’ সংস্করণের মডেল ওয়াই ও মডেল থ্রি বাজারে আসে। অক্টোবরে এই নতুন সংস্করণগুলো উন্মোচন করেন ইলন মাস্ক, যার লক্ষ্য ছিল বিক্রি বাড়ানো।
নতুন মডেল ওয়াইয়ের দাম ৪০ হাজার ডলারের একটু কম, আর মডেল থ্রি কিনতে খরচ পড়ছে ৩৭ হাজার ডলারের নিচে। ইউরোপ ও এশিয়ার বাজারে চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতা বাড়াতেই এই কম দামের মডেলগুলো আনা হয়েছে।
জানুয়ারির শেষ দিকে প্রকাশিত হতে যাওয়া চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফলে বিশ্লেষকরা টেসলার বিক্রিতে প্রায় ৩ শতাংশ কমতি এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ৪০ শতাংশ হ্রাসের পূর্বাভাস দিচ্ছেন।
তবে বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের আরও পরে গিয়ে টেসলার বিক্রি ও মুনাফার নিম্নমুখী প্রবণতা আবার ঘুরে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডারদের ভোটে ইলন মাস্ক এমন একটি পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন পেয়েছেন, যার মাধ্যমে আগামী ১০ বছরে কোম্পানি অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে তিনি প্রায় ১ ট্রিলিয়ন ডলার আয় করতে পারেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তিনি গত মাসেও বড় সুবিধা পান, যখন ডেলাওয়ার সুপ্রিম কোর্ট ২০১৮ সালে টেসলার দেওয়া ৫৫০ বিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ বাতিলের আগের সিদ্ধান্ত উল্টে দেয়।
সূত্র: স্কাই নিউজ
রিপোর্টারের নাম 

























