ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মহাকাশে ভিড় কমাতে স্টারলিংকের নতুন কৌশল

মহাকাশে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ২০২৬ সালের মধ্যে তাদের স্যাটেলাইট নেটওয়ার্কের কক্ষপথ নিচে নামানোর পরিকল্পনা করছে স্টারলিংক। স্পেসএক্সের স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস বৃহস্পতিবার ( ০১ জানুয়ারি) এক ঘোষণায় জানান, বর্তমানে প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় ঘুরে বেড়ানো স্টারলিংকের সব স্যাটেলাইট ধাপে ধাপে ৪৮০ কিলোমিটার কক্ষপথে নামানো হবে।

নিকলস বলেন, স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামালে মহাকাশ নিরাপত্তা একাধিকভাবে বাড়বে। ৫০০ কিলোমিটারের নিচে তুলনামূলকভাবে কম স্যাটেলাইট ও মহাকাশ ধ্বংসাবশেষ থাকায় সংঘর্ষের সামগ্রিক ঝুঁকি কমে আসবে।

এই ঘোষণা আসে এমন এক ঘটনার পর, যখন গত ডিসেম্বরে স্টারলিংক জানায়—তাদের একটি স্যাটেলাইট মহাকাশে ত্রুটির মুখে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্প পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়। স্যাটেলাইটটি ৪১৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছিল এবং হঠাৎ প্রায় চার কিলোমিটার নিচে নেমে আসে, যা ভেতরে কোনো বিস্ফোরণের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হয়। স্টারলিংকের মতো বৃহৎ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের জন্য এটি একটি বিরল কাইনেটিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়ছে। ইন্টারনেট সেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পৃথিবীর ছবি সংগ্রহসহ নানা উদ্দেশ্যে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে।

রকেট উৎক্ষেপণ ব্যবসার জন্য পরিচিত স্পেসএক্স এখন বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটরে পরিণত হয়েছে। স্টারলিংকের মাধ্যমে প্রায় ১০ হাজার স্যাটেলাইট ব্যবহার করে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ভোক্তা, সরকার ও কর্পোরেট গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

মহাকাশে ভিড় কমাতে স্টারলিংকের নতুন কৌশল

আপডেট সময় : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

মহাকাশে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ২০২৬ সালের মধ্যে তাদের স্যাটেলাইট নেটওয়ার্কের কক্ষপথ নিচে নামানোর পরিকল্পনা করছে স্টারলিংক। স্পেসএক্সের স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস বৃহস্পতিবার ( ০১ জানুয়ারি) এক ঘোষণায় জানান, বর্তমানে প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় ঘুরে বেড়ানো স্টারলিংকের সব স্যাটেলাইট ধাপে ধাপে ৪৮০ কিলোমিটার কক্ষপথে নামানো হবে।

নিকলস বলেন, স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামালে মহাকাশ নিরাপত্তা একাধিকভাবে বাড়বে। ৫০০ কিলোমিটারের নিচে তুলনামূলকভাবে কম স্যাটেলাইট ও মহাকাশ ধ্বংসাবশেষ থাকায় সংঘর্ষের সামগ্রিক ঝুঁকি কমে আসবে।

এই ঘোষণা আসে এমন এক ঘটনার পর, যখন গত ডিসেম্বরে স্টারলিংক জানায়—তাদের একটি স্যাটেলাইট মহাকাশে ত্রুটির মুখে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্প পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়। স্যাটেলাইটটি ৪১৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছিল এবং হঠাৎ প্রায় চার কিলোমিটার নিচে নেমে আসে, যা ভেতরে কোনো বিস্ফোরণের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হয়। স্টারলিংকের মতো বৃহৎ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের জন্য এটি একটি বিরল কাইনেটিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়ছে। ইন্টারনেট সেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পৃথিবীর ছবি সংগ্রহসহ নানা উদ্দেশ্যে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে।

রকেট উৎক্ষেপণ ব্যবসার জন্য পরিচিত স্পেসএক্স এখন বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটরে পরিণত হয়েছে। স্টারলিংকের মাধ্যমে প্রায় ১০ হাজার স্যাটেলাইট ব্যবহার করে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ভোক্তা, সরকার ও কর্পোরেট গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে।

সূত্র: রয়টার্স