ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নিকের নতুন গান, প্রিয়াঙ্কা-হৃতিকের উচ্ছ্বাস!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্বামী–স্ত্রী হিসেবে যেমন, তেমনি শিল্পী হিসেবেও একে অপরের সবচেয়ে বড় সমর্থক প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নতুন বছরের প্রথম দিনেই তার প্রমাণ মিলল আবারও। নিক জোনাসের বহু প্রতীক্ষিত একক অ্যালবামের প্রথম গান প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নিকের প্রশংসায় সরব হলেন বলিউড তারকা হৃতিক রোশনও।

আজ, ১ জানুয়ারি নিক জোনাসের একক অ্যালবাম ‘সানডে বেস্ট’ থেকে প্রথম গান ‘গাট পাঞ্চ’ প্রকাশ পেয়েছে। গানটির সঙ্গে একটি ঘোষণামূলক ভিডিওও শেয়ার করেন নিক। সেখানে তিনি লেখেন, “গাট পাঞ্চ’ এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। নতুন বছরের শুরুতে এমন একটি গান শোনা, যার কথাগুলো আমার কাছে এতটা অর্থবহ যে, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ২০২৬ সালে নিজের প্রতি আরও সদয় হওয়ার জন্য, আগাম ধন্যবাদ। ভালোবাসা।”

নিকের এই অনুভূতির সঙ্গে একমত তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। গানটি শোনার পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিকের ট্র্যাকটি শেয়ার করে তিনি শুধু লেখেন, ‘ওউ’! সঙ্গে ট্যাগ করেন স্বামী নিককে। ছোট্ট এই প্রতিক্রিয়াই ভক্তদের কাছে হয়ে ওঠে বড় ভালোবাসার প্রকাশ।

প্রিয়াঙ্কার পাশাপাশি নিকের নতুন গানটির প্রশংসা করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশনও। গানটি ২০২৬ সালের ‘অ্যান্থেম’ হয়ে উঠতে পারে-এমন ইঙ্গিত দিয়ে হৃতিক কমেন্টে লেখেন, ‘লাভ ইট’। সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি।

এটাই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে নিক জোনাসের প্রশংসা করেছেন হৃতিক। সম্প্রতি প্রেমিকা সাবা আজাদকে নিয়ে তিনি নিউইয়র্কে ব্রডওয়েতে ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’ নাটকটি দেখতে যান। যেখানে অভিনয় করেছেন নিক। সেই অভিজ্ঞতা শেয়ার করে হৃতিক লিখেছিলেন, “আমরা ভেবেছিলাম বন্ধুদের সঙ্গে একটা আনন্দের রাত কাটাব। কিন্তু নাটক দেখা শেষে বের হলাম বিস্মিত আর গভীরভাবে অনুপ্রাণিত হয়ে। ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’ একেবারেই মিস করার মতো নয়। নিক জোনাস, তুমি অসাধারণ। কী দারুণ পারফরম্যান্স!”

নববর্ষের শুরুতেই নিক জোনাসের এই একক সংগীতযাত্রা এবং তা ঘিরে প্রিয়াঙ্কা ও হৃতিকের আন্তরিক প্রতিক্রিয়া যেন প্রমাণ করে সংগীত শুধু গান নয়, অনুভূতিরও ভাষা। ‘গাট পাঞ্চ’ দিয়ে ২০২৬ সালের শুরুটা নিক জোনাস ভক্তদের জন্য নিঃসন্দেহে বিশেষ হয়ে উঠলো।

সূত্র: পিংকভিলা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে সু চির সাবেক আসনে জয়ী জান্তা সমর্থিত দল ইউএসডিপি

নিকের নতুন গান, প্রিয়াঙ্কা-হৃতিকের উচ্ছ্বাস!

আপডেট সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

স্বামী–স্ত্রী হিসেবে যেমন, তেমনি শিল্পী হিসেবেও একে অপরের সবচেয়ে বড় সমর্থক প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নতুন বছরের প্রথম দিনেই তার প্রমাণ মিলল আবারও। নিক জোনাসের বহু প্রতীক্ষিত একক অ্যালবামের প্রথম গান প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নিকের প্রশংসায় সরব হলেন বলিউড তারকা হৃতিক রোশনও।

আজ, ১ জানুয়ারি নিক জোনাসের একক অ্যালবাম ‘সানডে বেস্ট’ থেকে প্রথম গান ‘গাট পাঞ্চ’ প্রকাশ পেয়েছে। গানটির সঙ্গে একটি ঘোষণামূলক ভিডিওও শেয়ার করেন নিক। সেখানে তিনি লেখেন, “গাট পাঞ্চ’ এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। নতুন বছরের শুরুতে এমন একটি গান শোনা, যার কথাগুলো আমার কাছে এতটা অর্থবহ যে, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ২০২৬ সালে নিজের প্রতি আরও সদয় হওয়ার জন্য, আগাম ধন্যবাদ। ভালোবাসা।”

নিকের এই অনুভূতির সঙ্গে একমত তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। গানটি শোনার পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিকের ট্র্যাকটি শেয়ার করে তিনি শুধু লেখেন, ‘ওউ’! সঙ্গে ট্যাগ করেন স্বামী নিককে। ছোট্ট এই প্রতিক্রিয়াই ভক্তদের কাছে হয়ে ওঠে বড় ভালোবাসার প্রকাশ।

প্রিয়াঙ্কার পাশাপাশি নিকের নতুন গানটির প্রশংসা করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশনও। গানটি ২০২৬ সালের ‘অ্যান্থেম’ হয়ে উঠতে পারে-এমন ইঙ্গিত দিয়ে হৃতিক কমেন্টে লেখেন, ‘লাভ ইট’। সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি।

এটাই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে নিক জোনাসের প্রশংসা করেছেন হৃতিক। সম্প্রতি প্রেমিকা সাবা আজাদকে নিয়ে তিনি নিউইয়র্কে ব্রডওয়েতে ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’ নাটকটি দেখতে যান। যেখানে অভিনয় করেছেন নিক। সেই অভিজ্ঞতা শেয়ার করে হৃতিক লিখেছিলেন, “আমরা ভেবেছিলাম বন্ধুদের সঙ্গে একটা আনন্দের রাত কাটাব। কিন্তু নাটক দেখা শেষে বের হলাম বিস্মিত আর গভীরভাবে অনুপ্রাণিত হয়ে। ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’ একেবারেই মিস করার মতো নয়। নিক জোনাস, তুমি অসাধারণ। কী দারুণ পারফরম্যান্স!”

নববর্ষের শুরুতেই নিক জোনাসের এই একক সংগীতযাত্রা এবং তা ঘিরে প্রিয়াঙ্কা ও হৃতিকের আন্তরিক প্রতিক্রিয়া যেন প্রমাণ করে সংগীত শুধু গান নয়, অনুভূতিরও ভাষা। ‘গাট পাঞ্চ’ দিয়ে ২০২৬ সালের শুরুটা নিক জোনাস ভক্তদের জন্য নিঃসন্দেহে বিশেষ হয়ে উঠলো।

সূত্র: পিংকভিলা