চোয়ালে অস্বস্তিকর যন্ত্রণা
চোয়ালে অস্বস্তিকর যন্ত্রণা হলে অবহেলা করবেন না। হতেই পারে মুখের ভেতরে কোনো ইনফেকশন থেকে বা দাঁতের সমস্যা থেকে এই ব্যথা হচ্ছে। কিন্তু চোয়ালের ব্যথা অনেকসময় হার্টের অসুবিধার কারণেও হতে পারে। তাই এই লক্ষণ অবহেলা না করাই ভালো।
মাথা ব্যথা
মাঝেমধ্যে মাথা ব্যথা করতেই পারে কিন্তু নিয়মিত এমনটা হওয়া ভালো লক্ষণ নয়। দিনের পর দিন মাথা ব্যথায় কষ্ট পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। হতে পারে এটি হার্টের সমস্যার কোনো ইঙ্গিত।
গা গোলানো
হার্ট অ্যাটাকের আশঙ্কার কারণেও কিন্তু আপনার গা-গোলাতে পারে। খাবার দেখলেই বমি ভাব হতে পারে। কিছু না খেলেও গা-গোলানো, বমি ভাব অনুভূত হতে পারে। এসব লক্ষণের ব্যাপারে সচেতন হোন।
অতিরিক্ত ঘাম
গরমে ঘেমে যাওয়া স্বাভাবিক। কিন্তু গরম না লাগা সত্ত্বেও অতিরিক্ত ঘামানো একদম ঠিক নয়। সারা শরীর ঠান্ডা হয়ে ঘামতে থাকা হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।
বুকে চিনচিনে ব্যথা
ঘাড়ে, পিঠে ব্যথার পাশাপাশি বুকে চিনচিনে ব্যথা, প্রায় রোজই বদহজমের মারাত্মক সমস্যা হওয়া- এগুলোও কিন্তু হৃদযন্ত্রের সমস্যার কথা জানায়। অবহেলা করলে বিপদে পড়বেন।
শ্বাসকষ্ট
হার্টের সমস্যা হলে অবধারিতভাবে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেবে। শ্বাস নিতে সমস্যা হতে পারে। অল্প পরিশ্রম করেই ক্লান্ত হয়ে যেতে পারেন আপনি। তাই শ্বাসের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
হাত-পা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া
অনেকের ক্ষেত্রেই দেখা যায়, হাত-পা অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে, তাও আবার আচমকাই। এই লক্ষণও কিন্তু হার্টের সমস্যার ইঙ্গিত দেয়। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।
এনএম
রিপোর্টারের নাম 

























