ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি: ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। কর্মসূচি শেষে তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এই মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “ক্যাব আজ যে দাবি তুলেছে, তা সাধারণ মানুষেরই দাবি। আমরা যে হোল্ডিং ট্যাক্স দিই, তার সঠিক ব্যবহার হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের যে দায়িত্ব আছে, আমরা চাই তারা যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট এবং ওষুধ বিনামূল্যে সরবরাহ করতে হবে। আমরা এই দিকে সরকারের নজর দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। মশার উপদ্রব কমানোর জন্য যে ওষুধ আছে, তা যেন একদিন পর পর ছিটানো হয়। এর জন্য যদি জনবল সংকট থাকে, তবে নতুন লোক নিয়োগ করে হলেও কর্তৃপক্ষকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে এবং তাদের দেওয়া স্মারকলিপিটি গুরুত্বের সাথে দেখবে।

এই কর্মসূচিতে ক্যাবের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “মানুষ একটি স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে চায়। এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু মানুষের জীবন বিপন্ন হলেও সরকারের যে উদাসীনতা দেখা যায়, তা কখনোই কাম্য নয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো সেইরকম কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে।”

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ জ্বরে আক্রান্ত। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।”

এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান, ক্যাবের নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহ, ক্যাবের আজীবন সদস্য আবুল কালাম আজাদ, ক্যাবের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ এবং ক্যাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল।

মানববন্ধন শেষ হওয়ার পর ক্যাবের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপিটি জমা দেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে সৌরচালিত আধুনিক গ্যাজেট

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি: ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। কর্মসূচি শেষে তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এই মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “ক্যাব আজ যে দাবি তুলেছে, তা সাধারণ মানুষেরই দাবি। আমরা যে হোল্ডিং ট্যাক্স দিই, তার সঠিক ব্যবহার হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের যে দায়িত্ব আছে, আমরা চাই তারা যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট এবং ওষুধ বিনামূল্যে সরবরাহ করতে হবে। আমরা এই দিকে সরকারের নজর দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। মশার উপদ্রব কমানোর জন্য যে ওষুধ আছে, তা যেন একদিন পর পর ছিটানো হয়। এর জন্য যদি জনবল সংকট থাকে, তবে নতুন লোক নিয়োগ করে হলেও কর্তৃপক্ষকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে এবং তাদের দেওয়া স্মারকলিপিটি গুরুত্বের সাথে দেখবে।

এই কর্মসূচিতে ক্যাবের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “মানুষ একটি স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে চায়। এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু মানুষের জীবন বিপন্ন হলেও সরকারের যে উদাসীনতা দেখা যায়, তা কখনোই কাম্য নয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো সেইরকম কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে।”

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ জ্বরে আক্রান্ত। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।”

এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান, ক্যাবের নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহ, ক্যাবের আজীবন সদস্য আবুল কালাম আজাদ, ক্যাবের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ এবং ক্যাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল।

মানববন্ধন শেষ হওয়ার পর ক্যাবের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপিটি জমা দেন।