কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
আটক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে একদল বাংলাদেশি যুবক খাটিয়ামারী সীমান্ত দিয়ে ওপার থেকে মালামাল পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ধাওয়া করে এবং গুলি ছোড়ে। গুলির শব্দে সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও মিস্টার আলীকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
রৌমারী সদর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বেশ কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সবাই দিগ্বিদিক পালিয়ে গেলেও মিস্টার আলী বিএসএফের হাতে ধরা পড়েন। তাকে বর্তমানে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান জানান, সীমান্তে এক বাংলাদেশি যুবককে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়ার বিষয়টি লোকমুখে শোনা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানতে বিজিবি খোঁজখবর নিচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















