ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র-জনতার ‘আজাদী মার্চ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ’ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলা দুইটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বেশ কিছুদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এই দীর্ঘসূত্রতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ভ্যানসহযোগে আয়োজিত এই ‘আজাদী মার্চ’ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমাপ্ত হয়। উক্ত কর্মসূচিতে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র-জনতার ‘আজাদী মার্চ’

আপডেট সময় : ০৪:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ’ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলা দুইটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বেশ কিছুদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এই দীর্ঘসূত্রতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ভ্যানসহযোগে আয়োজিত এই ‘আজাদী মার্চ’ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমাপ্ত হয়। উক্ত কর্মসূচিতে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।