ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান: অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে পরিচালিত এই অভিযানে আনুমানিক ৪৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আজ ভোর ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন সদর দক্ষিণ উপজেলার শিবের বাজার বিওপির একটি চৌকস টহল দল অভিযানটি পরিচালনা করে। বিজিবি সদস্যরা সীমান্তের ভেতরের বদরপুর নামক এলাকায় অবস্থান নিলে চোরাকারবারিরা একটি অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। উদ্ধারকৃত এসব মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য আসা রোধে বিজিবির এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান: অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে পরিচালিত এই অভিযানে আনুমানিক ৪৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আজ ভোর ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন সদর দক্ষিণ উপজেলার শিবের বাজার বিওপির একটি চৌকস টহল দল অভিযানটি পরিচালনা করে। বিজিবি সদস্যরা সীমান্তের ভেতরের বদরপুর নামক এলাকায় অবস্থান নিলে চোরাকারবারিরা একটি অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। উদ্ধারকৃত এসব মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য আসা রোধে বিজিবির এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।