মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি শেষে মাইক্রোবাসযোগে পালিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। অভিযান চলাকালে ডাকাতদের হামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে হোসেনপুর এলাকার বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচজনের একটি ডাকাত দল তার গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে। ডাকাতরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এরপর তারা একটি মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাটি জানার পরপরই কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। রাত ৩টার দিকে চুনঘর এলাকায় ডাকাতদের ঘেরাও করে পুলিশ। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের হাতের আঙুল কেটে যায়। শেষ পর্যন্ত পুলিশ চার ডাকাতকে জাপটে ধরে এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাস ও ছিনতাইকৃত মোটরসাইকেলটি জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জুবের আহমদ জুবলা (২৮), মো. দেলোয়ার হোসেন (২৭), মো. নাজিম মিয়া (২৬) ও জাকির হোসেন (৩০)। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 





















