ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে পিয়ংইয়ংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘নির্লজ্জ’ ও ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে পিয়ংইয়ং বলেছে, আন্তর্জাতিক এই সংস্থাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ হাসিল করছে।

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের কার্যকলাপ বিশ্ব সংস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। পিয়ংইয়ংয়ের দাবি, জাতিসংঘের প্রধান আলোচনার বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের বিতর্কিত ও আগ্রাসী কর্মকাণ্ড, কেবল অন্য দেশগুলোর ওপর একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপ করা নয়। উত্তর কোরিয়া মনে করে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে আচরণ করছে তা প্রকারান্তরে জাতিসংঘের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন।

বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করা না হলেও বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপের প্রেক্ষিতেই পিয়ংইয়ং এই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের এমন প্রভাব খাটানোর বিষয়টিকে উত্তর কোরিয়া বিশ্বশান্তির অন্তরায় হিসেবে দেখছে।

উল্লেখ্য, নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। দীর্ঘদিনের এই বৈরী সম্পর্কের জের ধরে দেশটি নিয়মিতভাবে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে আসছে। নতুন এই বিবৃতির মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমা হলের বন্ধের স্রোতে আশার আলো: ঈদে আসছে তিন নতুন মাল্টিপ্লেক্স

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে পিয়ংইয়ংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘নির্লজ্জ’ ও ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে পিয়ংইয়ং বলেছে, আন্তর্জাতিক এই সংস্থাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ হাসিল করছে।

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের কার্যকলাপ বিশ্ব সংস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। পিয়ংইয়ংয়ের দাবি, জাতিসংঘের প্রধান আলোচনার বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের বিতর্কিত ও আগ্রাসী কর্মকাণ্ড, কেবল অন্য দেশগুলোর ওপর একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপ করা নয়। উত্তর কোরিয়া মনে করে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে আচরণ করছে তা প্রকারান্তরে জাতিসংঘের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন।

বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করা না হলেও বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপের প্রেক্ষিতেই পিয়ংইয়ং এই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের এমন প্রভাব খাটানোর বিষয়টিকে উত্তর কোরিয়া বিশ্বশান্তির অন্তরায় হিসেবে দেখছে।

উল্লেখ্য, নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। দীর্ঘদিনের এই বৈরী সম্পর্কের জের ধরে দেশটি নিয়মিতভাবে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে আসছে। নতুন এই বিবৃতির মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।