ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, বরণ করলেন সুলতান টুকু

টাঙ্গাইলে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়।

এ সময় তাঁদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন বিএনপি প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির আদর্শ ত্যাগ করে তাঁরা ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিজয়ের লক্ষ্যে বিএনপিতে সামিল হয়েছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে টুকুর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫নং ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান। তাঁদের সঙ্গে আরও অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, বরণ করলেন সুলতান টুকু

আপডেট সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়।

এ সময় তাঁদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন বিএনপি প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির আদর্শ ত্যাগ করে তাঁরা ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিজয়ের লক্ষ্যে বিএনপিতে সামিল হয়েছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে টুকুর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫নং ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান। তাঁদের সঙ্গে আরও অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।