ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বেরোবিতে ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা: ভোট গ্রহণ ২৫ ফেব্রুয়ারি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক দীর্ঘ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এই সভাটি সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত পর্যন্ত স্থায়ী হয়। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রশাসনিক জটিলতা নিরসনে এই জরুরি সভার আহ্বান করা হয়েছিল। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচন কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় প্রফেসর ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করে তাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী, সিন্ডিকেট সভার অনুমোদন ছাড়া নতুন কাউকে কমিশনে যুক্ত করার সুযোগ না থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম সচল রাখার এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকা নিয়ে আসা আপত্তিগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। ২৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণের লক্ষ্য সামনে রেখে নির্বাচনী তফসিল পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করা হবে।”

উল্লেখ্য, এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগজনিত কারণে নির্বাচনী কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। নতুন তারিখ ঘোষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া আবারও সচল হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

বেরোবিতে ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা: ভোট গ্রহণ ২৫ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১২:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক দীর্ঘ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এই সভাটি সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত পর্যন্ত স্থায়ী হয়। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রশাসনিক জটিলতা নিরসনে এই জরুরি সভার আহ্বান করা হয়েছিল। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচন কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় প্রফেসর ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করে তাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী, সিন্ডিকেট সভার অনুমোদন ছাড়া নতুন কাউকে কমিশনে যুক্ত করার সুযোগ না থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম সচল রাখার এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকা নিয়ে আসা আপত্তিগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। ২৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণের লক্ষ্য সামনে রেখে নির্বাচনী তফসিল পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করা হবে।”

উল্লেখ্য, এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগজনিত কারণে নির্বাচনী কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। নতুন তারিখ ঘোষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া আবারও সচল হলো।