ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজনীতিতে নেমে কী হারালেন ইলন মাস্ক?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ওয়াশিংটন থেকে ওয়াল স্ট্রিট—২০২৫ সালজুড়ে বিতর্ক, ক্ষমতা ও বিশৃঙ্খলার কেন্দ্রে ছিলেন ইলন মাস্ক।

২০২৫ সাল ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জন্য চরম নাটকীয় ও অস্থির। বছরের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেন। কিন্তু বছর গড়ানোর সঙ্গে সঙ্গে একের পর এক ঘটনা মাস্ককে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করে।

ট্রাম্পের অভিষেকে নাৎসি কায়দার স্যালুট দেওয়ার অভিযোগ, ‘বিগ বলস’ নামে পরিচিত ১৯ বছর বয়সী এক স্টাফারের পক্ষে প্রকাশ্য অবস্থান, মাদকাসক্তির অভিযোগ অস্বীকার, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কালো চোখ নিয়ে হাজির হওয়া—এসব ঘটনা শুধু বছরের প্রথমার্ধেই ঘটে।

ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ভ্যানিটি ফেয়ারকে বলেন, ‘ইলনের মানসিকতা হলো—দ্রুত কাজ শেষ করতে হবে। ধাপে ধাপে এগোলে চাঁদে রকেট পাঠানো যাবে না। এই মনোভাবেই অনেক কিছু ভাঙচুর হয়।’

ক্ষমতা ও সম্পদের উত্থান-পতন

২০২৫ সালে মাস্ক একদিকে বহু বিলিয়ন ডলারের সরকারি চুক্তি পান, অন্যদিকে তার কোম্পানিগুলো পড়ে যায় নজিরবিহীন সংকটে।

>> স্পেস এক্স নতুন সরকারি অনুমোদন ও উৎক্ষেপণ সুবিধা পায়

>> টেসলা বিক্রি কমলেও মাস্ক এমন এক পারিশ্রমিক প্যাকেজ পান, যা তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বানাতে পারে

>> বছর শেষে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০০ বিলিয়ন ডলার

একই সঙ্গে মাস্ক ও তার কোম্পানিগুলোর বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ, মামলা এবং শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের ঢল।

ব্যক্তিগত জীবনেও ঝড়

মাস্কের ব্যক্তিগত জীবনও ছিল সমান আলোচিত। ফেব্রুয়ারিতে ডানপন্থি ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা করলে প্রকাশ পায়—মাস্কের মোট সন্তানের সংখ্যা এখন ১৪।
ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে মাস্কের নিয়মিত আক্রমণের মধ্যেই তার বিচ্ছিন্ন কন্যা ভিভিয়ান উইলসন নিউইয়র্ক ম্যাগাজিনে ফিচার হন এবং নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেলিং করেন।

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব ও বিচ্ছেদ

২০২৫ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতা ও পরবর্তী বিচ্ছেদ। ট্রাম্পের অভিষেকের পর ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ কার্যত মাস্কের হাতে তুলে দেওয়া হয়।
এই বিভাগ ব্যাপকভাবে সরকারি সংস্থা ছাঁটাই শুরু করে। ইউএসএআইডি বন্ধের বিষয়ে মাস্কের ‘উডচিপারে ঢুকিয়ে দেওয়া’ মন্তব্য বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি করে।

জুনে এসে সম্পর্ক ভেঙে পড়ে। মাস্ক এক পোস্টে ট্রাম্পকে ‘এপস্টাইন ফাইল’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন (পরে পোস্টটি মুছে ফেলা হয়)। ট্রাম্প পাল্টা বলেন, মাস্ক ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’।

তবে বছরের শেষে আবারও দুজনের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়।

ব্যবসায়িক সাম্রাজ্যে অস্থিরতা

টেসলা: বিশ্বজুড়ে বিক্রি কমে, অটোপাইলট নিয়ে একাধিক মামলা, ক্যালিফোর্নিয়ায় বিক্রি বন্ধ হওয়ার ঝুঁকি।

স্পেস এক্স: স্টারশিপ বিস্ফোরণ, মেক্সিকোর মামলা, কিন্তু সরকারি সমর্থন অব্যাহত।

এক্স ও এক্সএআই: গ্রোক চ্যাটবট নিয়ে বর্ণবাদী ও নাৎসি কনটেন্টের অভিযোগ সত্ত্বেও মার্কিন প্রতিরক্ষা দফতরের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি

নিউরালিঙ্ক: ১২ জন মানুষের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের ঘোষণা

একই সময়ে এক্স, টেসলা ও এক্সএআই থেকে একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন।

বছরজুড়ে দ্বন্দ্ব ও বিতর্ক

২০২৫ সালে মাস্কের শত্রুতার তালিকায় ছিলেন—

১. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

২. যুক্তরাষ্ট্রের বিচারকরা

৩. ওপেন এআই প্রধান স্যাম অল্টম্যান

৪. এমনকি খ্যাতিমান লেখিকা জয়েস ক্যারল ওটস

ওটস মন্তব্য করেছিলেন, মাস্ক কখনো প্রকৃতি, বই, সঙ্গীত বা মানুষের সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করেন না। জবাবে মাস্ক তাকে “ভালো মানুষ নন” বলে আক্রমণ করেন।

প্রভাবশালী কিন্তু বিপজ্জনক বছর

২০২৫ সাল প্রমাণ করেছে—ইলন মাস্ক শুধু একজন ধনী উদ্যোক্তা নন, তিনি বিশ্ব রাজনীতি, প্রযুক্তি ও সমাজে এক গভীর প্রভাব বিস্তারকারী শক্তি। এই বছর তাকে একদিকে ইতিহাসের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে দেখিয়েছে—অসীম ক্ষমতা কীভাবে বিশৃঙ্খলা ও বিভাজন তৈরি করতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

রাজনীতিতে নেমে কী হারালেন ইলন মাস্ক?

আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

ওয়াশিংটন থেকে ওয়াল স্ট্রিট—২০২৫ সালজুড়ে বিতর্ক, ক্ষমতা ও বিশৃঙ্খলার কেন্দ্রে ছিলেন ইলন মাস্ক।

২০২৫ সাল ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জন্য চরম নাটকীয় ও অস্থির। বছরের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেন। কিন্তু বছর গড়ানোর সঙ্গে সঙ্গে একের পর এক ঘটনা মাস্ককে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করে।

ট্রাম্পের অভিষেকে নাৎসি কায়দার স্যালুট দেওয়ার অভিযোগ, ‘বিগ বলস’ নামে পরিচিত ১৯ বছর বয়সী এক স্টাফারের পক্ষে প্রকাশ্য অবস্থান, মাদকাসক্তির অভিযোগ অস্বীকার, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কালো চোখ নিয়ে হাজির হওয়া—এসব ঘটনা শুধু বছরের প্রথমার্ধেই ঘটে।

ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ভ্যানিটি ফেয়ারকে বলেন, ‘ইলনের মানসিকতা হলো—দ্রুত কাজ শেষ করতে হবে। ধাপে ধাপে এগোলে চাঁদে রকেট পাঠানো যাবে না। এই মনোভাবেই অনেক কিছু ভাঙচুর হয়।’

ক্ষমতা ও সম্পদের উত্থান-পতন

২০২৫ সালে মাস্ক একদিকে বহু বিলিয়ন ডলারের সরকারি চুক্তি পান, অন্যদিকে তার কোম্পানিগুলো পড়ে যায় নজিরবিহীন সংকটে।

>> স্পেস এক্স নতুন সরকারি অনুমোদন ও উৎক্ষেপণ সুবিধা পায়

>> টেসলা বিক্রি কমলেও মাস্ক এমন এক পারিশ্রমিক প্যাকেজ পান, যা তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বানাতে পারে

>> বছর শেষে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০০ বিলিয়ন ডলার

একই সঙ্গে মাস্ক ও তার কোম্পানিগুলোর বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ, মামলা এবং শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের ঢল।

ব্যক্তিগত জীবনেও ঝড়

মাস্কের ব্যক্তিগত জীবনও ছিল সমান আলোচিত। ফেব্রুয়ারিতে ডানপন্থি ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা করলে প্রকাশ পায়—মাস্কের মোট সন্তানের সংখ্যা এখন ১৪।
ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে মাস্কের নিয়মিত আক্রমণের মধ্যেই তার বিচ্ছিন্ন কন্যা ভিভিয়ান উইলসন নিউইয়র্ক ম্যাগাজিনে ফিচার হন এবং নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেলিং করেন।

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব ও বিচ্ছেদ

২০২৫ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতা ও পরবর্তী বিচ্ছেদ। ট্রাম্পের অভিষেকের পর ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ কার্যত মাস্কের হাতে তুলে দেওয়া হয়।
এই বিভাগ ব্যাপকভাবে সরকারি সংস্থা ছাঁটাই শুরু করে। ইউএসএআইডি বন্ধের বিষয়ে মাস্কের ‘উডচিপারে ঢুকিয়ে দেওয়া’ মন্তব্য বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি করে।

জুনে এসে সম্পর্ক ভেঙে পড়ে। মাস্ক এক পোস্টে ট্রাম্পকে ‘এপস্টাইন ফাইল’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন (পরে পোস্টটি মুছে ফেলা হয়)। ট্রাম্প পাল্টা বলেন, মাস্ক ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’।

তবে বছরের শেষে আবারও দুজনের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়।

ব্যবসায়িক সাম্রাজ্যে অস্থিরতা

টেসলা: বিশ্বজুড়ে বিক্রি কমে, অটোপাইলট নিয়ে একাধিক মামলা, ক্যালিফোর্নিয়ায় বিক্রি বন্ধ হওয়ার ঝুঁকি।

স্পেস এক্স: স্টারশিপ বিস্ফোরণ, মেক্সিকোর মামলা, কিন্তু সরকারি সমর্থন অব্যাহত।

এক্স ও এক্সএআই: গ্রোক চ্যাটবট নিয়ে বর্ণবাদী ও নাৎসি কনটেন্টের অভিযোগ সত্ত্বেও মার্কিন প্রতিরক্ষা দফতরের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি

নিউরালিঙ্ক: ১২ জন মানুষের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের ঘোষণা

একই সময়ে এক্স, টেসলা ও এক্সএআই থেকে একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন।

বছরজুড়ে দ্বন্দ্ব ও বিতর্ক

২০২৫ সালে মাস্কের শত্রুতার তালিকায় ছিলেন—

১. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

২. যুক্তরাষ্ট্রের বিচারকরা

৩. ওপেন এআই প্রধান স্যাম অল্টম্যান

৪. এমনকি খ্যাতিমান লেখিকা জয়েস ক্যারল ওটস

ওটস মন্তব্য করেছিলেন, মাস্ক কখনো প্রকৃতি, বই, সঙ্গীত বা মানুষের সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করেন না। জবাবে মাস্ক তাকে “ভালো মানুষ নন” বলে আক্রমণ করেন।

প্রভাবশালী কিন্তু বিপজ্জনক বছর

২০২৫ সাল প্রমাণ করেছে—ইলন মাস্ক শুধু একজন ধনী উদ্যোক্তা নন, তিনি বিশ্ব রাজনীতি, প্রযুক্তি ও সমাজে এক গভীর প্রভাব বিস্তারকারী শক্তি। এই বছর তাকে একদিকে ইতিহাসের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে দেখিয়েছে—অসীম ক্ষমতা কীভাবে বিশৃঙ্খলা ও বিভাজন তৈরি করতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান