২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে প্রকাশ (আপলোড) করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এনসিটিবির ওয়েবসাইট www.nctb.gov.bd-এ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাওয়া যাবে।
এর ফলে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ শুরুর আগেই সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পড়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে অবমুক্ত করেন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























